Kolkata Metro Rail|| যেখানে প্রকল্প রূপায়ণের জমি, সেখানেই মিলেছে অর্থ, হিসেবটা কেমন দেখুন...

Last Updated:

Union Budget 2022 kolkata metro project: কলকাতা শহরে যে কয়েকটি মেট্রো প্রকল্পের কাজ চলছে তা দীর্ঘদিন আগেই ঘোষিত। তার মধ্যে সব চেয়ে পুরনো প্রকল্প ইস্ট ওয়েস্ট ও জোকা-বিবাদী বাগ। ইস্ট-ওয়েস্ট প্রকল্প নানা বাধার সম্মুখীন হলেও, কাজ এগিয়েছে অত্যন্ত দ্রুত গতিতে। ফলে বাজেটে ইস্ট-ওয়েস্ট প্রকল্পের জন্য বেড়েছে অর্থ।

#কলকাতা: যেমন কাজের গতি, তেমনই বরাদ্দ। কলকাতা মেট্রো রেলের জন্য বরাদ্দ করা অর্থ নিয়ে এমনই জানাচ্ছেন রেল আধিকারিকরা। কলকাতা শহরে যে কয়েকটি মেট্রো প্রকল্পের কাজ চলছে তা দীর্ঘদিন আগেই ঘোষিত। তার মধ্যে সব চেয়ে পুরনো প্রকল্প ইস্ট ওয়েস্ট ও জোকা-বিবাদী বাগ। ইস্ট-ওয়েস্ট প্রকল্প নানা বাধার সম্মুখীন হলেও, কাজ এগিয়েছে অত্যন্ত দ্রুত গতিতে। ফলে বাজেটে ইস্ট-ওয়েস্ট প্রকল্পের জন্য বেড়েছে অর্থ।
অন্যদিকে, জোকা-বিবাদী বাগ নিয়ে সমস্যা চলছেই ফলে সে অর্থে বাজেটে অর্থের সংস্থান নেই। জোকা থেকে বিবাদী বাগ প্রকল্পে বারবার সমস্যা হয়ে দাঁড়িয়েছে জমি। জমি জটে কাজ এগোনো যায়নি৷ পরবর্তী সময়ে কাজ শুরু হলেও মাঝেরহাটের পরে কাজ নিয়ে দোলাচল জারি আছে। যদিও ময়দান চত্বরে শুরু হয়েছে মাটি পরীক্ষার কাজ৷ ময়দান মার্কেটের হকারদের পুনর্বাসন নিয়ে চলছে আলোচনা। ফলে কাজ ধীর গতিতে এগোনোর আশা রয়েছে। ২০০৯ সালে ঘোষিত প্রকল্প ১৩ বছর ধরে যে অবস্থায় আছে, তার জন্যে বাজেটে সে অর্থে বরাদ্দ হয়নি বলেই মনে করছে রেল। ফলে গত বছরও এই প্রকল্পে বরাদ্দ ছিল ৩৫০ কোটি। চলতি বছরেও বরাদ্দ হয়েছে ৩৫০ কোটি।
advertisement
আরও পড়ুন: ৩৩১ কেজি বেল কাঠ-৬০ কেজি ঘি, তারাপীঠ মন্দিরে চলছে অনুব্রতর আয়োজিত মহাযজ্ঞ
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, দীর্ঘ এই পথের কাজ শুরু হয়েছে প্রায় ১০ বছর আগে। কখনও নিউটাউন, কখনও ই এম বাইপাস, কখনও হলদিরাম চত্বরে জমি অপ্রতুলতায় কাজ বারবার আটকেছে। একাধিকবার বদল করতে হয়েছে নকশা। অবশেষে একাধিক জায়গায় জমি জট কাটলেও সে অর্থে কাজের গতি দেখা যায়নি। তবে চলতি বছরে গতবারের তুলনায় বেড়েছে বরাদ্দ করা অর্থ। গতবার দেওয়া হয়েছিল ৩২৮ কোটি। এ বার দেওয়া হয়েছে ৩৫০ কোটি।
advertisement
advertisement
অন্যদিকে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসাত অবধি কাজ চলছে। তবে বিমানবন্দরের পরে বারাসাত অবধি কাজের গতি অনেকটাই শ্লথ হয়ে আছে। গত বছর এই অংশে বরাদ্দ ছিল ৫২০ কোটি টাকা। চলতি বছরে তা কমিয়ে দেওয়া হয়েছে ৫০৬ কোটি টাকা। তবে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত বিটি রোড ধরে আশা দেখছেন না কেউই। তবে এই প্রকল্পে বরাদ্দ আছে ১০ কোটি। রেলের আধিকারিকদের বক্তব্য যখন যেমন অর্থ মিলবে তেমনই কাজ হবে। তবে সব জট কেটে গেলে অর্থের পরিমাণও বেড়ে যাবে।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail|| যেখানে প্রকল্প রূপায়ণের জমি, সেখানেই মিলেছে অর্থ, হিসেবটা কেমন দেখুন...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement