Typewriters: ম্রিয়মাণ পথের পাশের খটখট শব্দ, সাইবার যুগে টাইপরাইটার মেশিন আজ বিলুপ্তপ্রায়
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Typewriters:নতুন করে আর কেউ টাইপ রাইটিং শিখতে যায় না। প্রত্যেকের হাতেই এন্ড্রয়েড ফোন চলে আসার ফলে ফোনেই লিখে নিচ্ছে অনেকে। কিংবা কম্পিউটারে। প্রিন্টার থেকে ঝকঝকে প্রিন্ট বের করছে। তাই কেউ খোঁজ করে না টাইপ রাইটারদের।
কলকাতা: রাস্তার বাঁক ঘুরতে খটখট করে শব্দ। সেই শব্দে কারওর ঘুম ভাঙে না বটে,তবে ছন্দ মিলিয়ে সেই শব্দ একটা অন্য পরিবেশ তৈরি করে। টাইপ রাইটার মেশিন। যেটা আস্তে আস্তে বিরল হয়ে যাচ্ছে।কম্পিউটারের যুগে ম্যানুয়াল টাইপ রাইটারের কাজের পরিমাণ অর্ধেকে গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ওই কাজ করে বহু জনের কোনও ভাবে চলে যায়।আজ থেকে দশ বছর আগে ,যে পরিমাণে ম্যানুয়াল টাইপ মেশিন ছিল এখন তা কমে অর্ধেক হয়ে গেছে।
এই বিষয়ে কথা বলেছিলাম,বাণী কুমার নামে আলিপুর কোর্টের এক টাইপ রাইটারের সঙ্গে।তাঁর দাবি,'যে সমস্ত কোম্পানি টাইপ রাইটিং মেশিন বানাত,তারা বানানো বন্ধ করে দিয়েছে।যার ফলে এই মেশিন খারাপ হলে অনেক কষ্টে পুরনো যন্ত্রাংশ জোগাড় করে মিস্ত্রি লাগিয়ে ঠিক করতে হয়।তবে এই ভাবে বেশিদিন চলবে না।' আদালত চত্বরে কিছু টাইপ রাইটার আছেন,যাঁরা অন্যত্র কম্পিউটার বসিয়ে তাঁদের টাইপিং ব্যবসা করছেন।বেশ কিছু রয়েছেন, যাঁরা কাজ ছেড়ে দিয়েছে।
advertisement
আরও পড়ুন : ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি
এখন যাঁরা আছেন,তাঁদের বক্তব্য ,তাঁরা একটি ছোট্ট টেবিলের ওপর টাইপ মেশিন বসিয়ে কাজ করে।ওখানে কম্পিউটার রাখার মতো জায়গা নেই।অন্যত্র জায়গা নিলে,অনেক টাকা লাগবে।সেই মূলধন নেই।আবার রোজগারের মতো করে কম্পিউটার শিখতে গেলে,কয়েক মাস সময় লাগবে। একে তো স্বল্প রোজগারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ,তিন মাস রোজগার বন্ধ হয়ে গেলে, খাবেন কী?
advertisement
advertisement
আরও পড়ুন : প্রচারের আলো থেকে আলোকবর্ষ দূরে থেকেই জীবন কেটেছে ওআরএস পথপ্রদর্শকের
যন্ত্রের লাফ দিয়ে পরিবর্তনের ফলে,কয়েক হাজার টাইপ রাইটার জীর্ণ দশায় পৌঁছেছে।আইনজীবী রেজাউল হক খানের বক্তব্য,'হঠাৎ করে কিছু টাইপ করতে গেলে,ম্যানুয়াল টাইপ রাইটার ঠিক আছে।এছাড়া কম্পিউটার টাইপ,কিংবা প্রিন্ট খুব স্বচ্ছ হয়।পরিষ্কার হয়।যা সংশোধন করানো যায়।যায় ফলে বেশির ভাগ মানুষ কম্পিউটার প্রিন্ট পছন্দ করছে।' তবে পুরনো ছন্দ মিলিয়ে টাইপ মেশিনের সুর ম্লান হচ্ছে,আদালত,অফিস গুলোতে।রুগ্ন হচ্ছে এই পেশা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 1:01 AM IST