Padma Awards 2023 : ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি

Last Updated:

Padma Awards 2023 : বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা৷ সেখানেই জানা যায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রয়াত চিকিৎসক

নয়াদিল্লি : পেটের রোগে প্রাণদায়ী ওরাল রিহাইড্রেশন সল্যুশন বা ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহলানবিশ সম্মানিত হচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণে৷ বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা হয় এ বছরের পদ্মসম্মান কারা পাচ্ছেন, সেই তালিকা৷ সেখানেই জানা যায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেতে চলেছেন প্রয়াত চিকিৎসক৷ তাঁর দেখানো পথে ওআরএস-এর দৌলতে প্রতি বছর সারা বিশ্বে ৫ কোটিরও বেশি প্রাণ রক্ষা বলে সরকারি রিপোর্টে প্রকাশ৷
গত বছর অক্টোবরে ৮৭ বছর বয়সে কলকাতায় প্রয়াত হন চিকিৎসক মহলানবিশ৷ সরকারি বিবৃতিতে বলা হয়েছে ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে চিকিৎসক মহলানবিশ দেখিয়ে ছিলেন ওআরএস-এর কার্যকারিতা৷ আমেরিকা থেকে তিনি ফিরে এসেছিলেন দেশবাসীকে সেবা করার ব্রত নিয়ে৷
বাগদেবীর আরাধনার আগের দিন ঘোষিত এই ভূষণ-তালিকায় আছেন আরও কৃতী বঙ্গসন্তান৷ শিক্ষাক্ষেত্রে পদ্মশ্রী পাচ্ছেন ধনীরাম টোটো৷ মৃতপ্রায় ভাষা টোটো বা ডেঙ্কাকে নতুন জীবন দেওয়ার জন্য তাঁকে এই সম্মানে সম্মানিত করা হবে৷ টোটোর মতো বিলুপ্তপ্রায় ভাষার পাশাপাশি জলপাইগুড়ি থেকে এ বারের পদ্মসম্মানে আলোকিত হতে চলেছেন মঙ্গলাকান্তি রায়৷ তিনি এই মুহূর্তে বাংলার প্রবীণতম লোকশিল্পী৷ ১০২ বছর বয়সি মঙ্গলাকান্তি সারিন্দা বাজিয়ে চেনা পাখির কলতানের বোল ফুটিয়ে তোলেন৷ তিনিও সম্মানিত হবেন পদ্মশ্রীতে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  প্রচারের আলো থেকে আলোকবর্ষ দূরে থেকেই জীবন কেটেছে ওআরএস পথপ্রদর্শকের
এছাড়াও পদ্মশ্রী পেতে চলেছেন কাঁথাশিল্পী প্রীতিকণা গোস্বামী৷ ঐতিহ্যবাহী কাঁথাস্টিচকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন এই একাকী প্রৌঢ়া৷ পাশাপাশি, রতনচন্দ্র কর পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন জারোয়া আদিবাসীদের জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ৷ হামের মহামারি থেকে জারোয়া গোষ্ঠীকে রক্ষা করে ছিলেন এই অবসরপ্রাপ্ত সরকারি ডাক্তার।
advertisement
এ বছর মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হতে চলেছেন প্রয়াত রাজনীতিক মুলায়ম সিং যাদব৷ অভিনেত্রী রবীনা টন্ডন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ পদ্মসম্মানে সম্মানিত হতে চলেছেন তবলাশিল্পী জাকির হোসেন, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লাও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Awards 2023 : ঘোষিত এ বছরের পদ্মসম্মান, তালিকায় ওআরএস-এর পথপ্রদর্শক প্রয়াত চিকিৎসক দিলীপ মহালানবীশ-সহ একাধিক কৃতী বাঙালি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement