তৃণমূল যুবর নয়া কমিটিতে স্থান পেলেন একাধিক নেতার পুত্র-কন্যারা

Last Updated:

আছেন চিকিৎসক, আছেন বহুজাতিক সংস্থায় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ৷ 

তৃণমূল যুবর নয়া কমিটিতে একাধিক নেতার পুত্র-কন্যা
তৃণমূল যুবর নয়া কমিটিতে একাধিক নেতার পুত্র-কন্যা
আবীর ঘোষাল, কলকাতা: পঞ্চায়েত ভোটের কয়েক মাস আগেই যুব তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে ৷ সায়নী ঘোষকে সভাপতি রেখেই ৪৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। যুব কমিটিতে তরুণ প্রজন্মের একাধিক নতুন মুখ নেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের ৷ এই নয়া কমিটিতে মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পুত্র-কন্যারাও রয়েছেন।
তৃণমূলের যুব কমিটির সভাপতি থাকলেন সায়নী ঘোষই ৷ যুব কমিটিতে বিধায়কদের মধ্যে স্থান পেলেন সোহম চক্রবর্তী, সুশান্ত মাহাতো। চন্ডীপুর ও বাঘমুন্ডির বিধায়ককে সহ সভাপতি করা হয়েছে। উল্লেখযোগ্য নাম মন্ত্রী শশী পাঁজার মেয়ে কলকাতা পুরসভার কাউন্সিলর পূজা পাঁজা, কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়। এ ছাড়া রয়েছেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে, কলকাতার কাউন্সিলর সৌরভ বসু, প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে, কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। এরা সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। সম্পাদক পদে আছেন উল্লেখযোগ্য ভাবে চিকিৎসক অনির্বাণ দলুই ও রাজীব বিশ্বাস। কলকাতার ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ ৷ আছেন প্রয়াত সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেও ৷ আছেন সুব্রত বক্সীর ছেলে সপ্তর্ষি বক্সী। এরা সকলেই সম্পাদক পদে আছেন। মোট ৪৭ জনের কমিটি গঠন করা হয়েছে ৷
advertisement
advertisement
প্রসঙ্গত, যুব কমিটির তরফে পঞ্চায়েত ভোটের আগে একাধিক কর্মসূচি নেওয়া হবে বলে সূত্রের খবর। সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধি বা কেন্দ্রীয় বঞ্চনার মতো একাধিক বিষয় নিয়ে রাস্তায় নেমেছে যুব তৃণমূল কংগ্রেস। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সহ রাজ্যের একাধিক প্রান্তে সায়নী ঘোষ নানা সভাও করছেন। নয়া যে কমিটি গঠন করা হয়েছে, তাতে দলের একাধিক কাজে এদের ব্যবহার করা হবে। প্রসঙ্গত কমিটিতে থাকা শক্তি প্রতাপ সিং ত্রিপুরার ভোটে কাজ করেছেন। কলকাতা পুরসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আবার সায়নদেব-সৌম্যর মতো নেতারা দীর্ঘদিন ধরেই দলের সংগঠনে কাজ করছেন ৷ বিভিন্ন পেশার ব্যক্তিকেই এবার স্থান দেওয়া হয়েছে যুব তৃণমূলের কমিটিতে। কেউ চিকিৎসক, কেউ আবার বহুজাতিক সংস্থায় কাজ করে এসেছেন ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
তৃণমূল যুবর নয়া কমিটিতে স্থান পেলেন একাধিক নেতার পুত্র-কন্যারা
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement