Train Cancellation: বহু ট্রেন বাতিল ! সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি চলছে, এখনও ঠিক করা গেল না সিগন্যাল সমস্যা

Last Updated:

একাধিক ট্রেন আজকেও বাতিল বা সেগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হল। এখনও ঠিক করা গেল না সিগন্যাল সমস্যা। চূড়ান্ত দূর্ভোগের শিকার যাত্রীরা ৷

বহু ট্রেন বাতিল ! (Photo Courtesy: Abhirup Basu)
বহু ট্রেন বাতিল ! (Photo Courtesy: Abhirup Basu)
কলকাতা: ফের ট্রেন বাতিল। সকাল থেকে আজ, মঙ্গলবারও জারি ভোগান্তি। একাধিক ট্রেন আজকেও বাতিল বা সেগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হল। এখনও ঠিক করা গেল না সিগন্যাল সমস্যা। চূড়ান্ত দূর্ভোগের শিকার যাত্রীরা ৷ ১৯ মে থেকে ২৫ পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল থাকছে। জানিয়েছে রেল। নির্দেশিকা জারি করে আরও বলা হয়েছে ২৫ মে টাটানগর থেকে চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি হয়ে হাতিয়া স্টেশন পর্যন্ত ঘুরিয়ে দেওয়া ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেস। সেইসঙ্গে ১৮৬২৭ এবং ১৮৬২৮ হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস ট্রেনটিও ২৫ মে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর এবং খড়গপুর হয়ে ঘুরে যাবে। দেখে নিন একনজরে ৷
1)18008 Bhanjpur-Shalimar Express JCO-20.05.2025 & 21.05.2025 will be short terminated at Kharagpur
advertisement
2)18007 Shalimar-Bhanjpur Express JCO-20.05.2025 & 21.05.2025 will be short originated from Kharagpur
3)18004 Adra-Howrah Express JCO-20.05.2025 & 21.05.2025 & 22.05.2025 will be short terminated at Kharagpur
advertisement
4)18003 Howrah-Adra Express JCO-20.05.2025 & 21.05.2025 & 22.05.2025 will be short originated from Kharagpur
যে ট্রেনগুলি ক্যানসেল হয়েছে, দেখে নিন তালিকা
1) 12883/12884 (HWH-PRR-HWH EXP)
JCO-20.05.2025 & 21.05.2025 will remain cancelled
advertisement
2)12021/12022 (HWH-BBN-HWH) JAN SHATABDI EXP JCO-20.05.2025 will remain cancelled
3)12858 (DGHA-HWH EXP) JCO-20.05.2025 & 21.05.2025 will remain cancelled
4)22897 (HWH-DGHA EXP) JCO-20.05.2025 & 21.05.2025 will remain cancelled
আদ্রা বিভাগে রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে ১৯ মে থেকে ২৫ মে পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল করেছে। এছাড়া এই সময়ের মধ্যে ৬টি ট্রেনের রুট সংক্ষেপ করা হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Train Cancellation: বহু ট্রেন বাতিল ! সকাল থেকেই যাত্রীদের ভোগান্তি চলছে, এখনও ঠিক করা গেল না সিগন্যাল সমস্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement