Rituparna Sengupta CGO complex: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Last Updated:

Ration distribution case: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর ১২:১৬ মিনিটে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঋতুপর্ণা সেনগুপ্ত।
কলকাতা: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর ১২:১৬ মিনিটে ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর লেক গার্ডেন্সের বাড়ি থেকে সিজিও এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
আজ অর্থাৎ ১৯ জুন সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। তিনি জানিয়েছিলেন, তিনি যাবেন এবং তদন্ত নিয়ে পূর্ণ সহযোগিতা করবেন। সেই মতো বুধবার সকালে অভিনেত্রী তাঁর আপ্ত সহায়ক ও নিজস্ব নিরাপত্তারক্ষীকে নিয়ে ইডির অফিসের উদ্দেশে রওনা দিলেন।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগে গত ৫ জুন রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। তবে তখন তিনি আমেরিকায় থাকায় সেই দিন হাজিরা দিতে পারেননি, সেই কথা ইডি আধিকারিককে জানিয়েছিলেনও। ৫ তারিখ রাতে তিনি শহরে ফেরেন এবং ইডির কাছে হাজিরার জন্য অন্য একটি দিন রাখতে বলেন। সেই মতো ইডির তরফে অভিনেত্রীকে ১৯ জুন অর্থাৎ আজ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেসে এলেন। সূত্রের খবর, আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হবে। ইতিমধ্যেই মহিলা ইডি আধিকারিক-সহ ইডির একাধিক আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rituparna Sengupta CGO complex: ইডির কাছে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement