Jaldapara Hollong Bungalow fire: পুড়ে ছাই জলদাপাড়ার ঐতিহ্যমণ্ডিত হলং বাংলো, মনখারাপ পর্যটকদের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার হলং বাংলো। জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র বলা হয় এই হলং বাংলোকে। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ আগুন লাগে হলং বাংলোতে।
আলিপুরদুয়ার: চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে গেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার হলং বাংলো। জলদাপাড়া পর্যটনের প্রাণকেন্দ্র বলা হয় এই হলং বাংলোকে। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ আগুন লাগে হলং বাংলোতে।
মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে অবস্থিত হলং বন বাংলো। এই বাংলোর পাশ দিয়ে বয়ে যায় হলং নদী। জলদাপাড়াতে এসে হলং বন বাংলো না দেখলে পর্যটকদের মন ভরে না। ভিআইপি থেকে সাধারণ পর্যটক, প্রত্যেকেরই প্রিয় এই হলং বাংলো। মঙ্গলবার রাত ৯টা নাগাদ এই হলং বাংলোতে আগুন লাগে। বাংলোর কর্মীদের প্রথমে আগুন লাগার ঘটনা নজরে আসে। তার পরে তাঁরা দমকলে খবর দেন। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন।
advertisement
advertisement
আগুন লাগার কারণ হিসাবে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সম্পূর্ণ বাংলোটি কাঠের তৈরি হওয়ায় দ্রুত তাতে আগুন ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, পর্যটকদের সাধের বাংলো। অগ্নিকাণ্ড চলাকালীন উপস্থিত বাংলোর কর্মীরা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানো চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হয়নি। আগুন লাগার প্রায় ঘণ্টাখানেক পরে ফালাকাটা এবং হাসিমারা থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়, কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাংলো।
advertisement
এই হলং বন বাংলো রাজ্য সরকারের অধীনে ছিল।পর্যটকদের থাকতে হলে অনলাইন বুকিং করতে হত। আগুন লাগার সময়ে বাংলোতে কোনও পর্যটক ছিলেন না, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এ দিকে আগুন লাগার খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 11:30 PM IST