ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, তালিকা থেকে বাদ লোভনীয় সব পদ

Last Updated:

ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, বাদ পড়ল লোভনীয় সব পদ

#কলকাতা: কোষাগারে টান সামলাতে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরকারের ব্যয় কমানোর পরিকল্পনার জন্য বৃহস্পতিবার নবান্নে সভাঘরে বৈঠক ডাকেন তিনি ৷ বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী প্রথমেই কোপ পড়েছে বৈঠকের মধ্যাহ্নভোজের মেনুতে ৷
ব‍্যয় সংকোচনের নির্দেশিকা অনুযায়ী প্রথমেই সংকুচিত হয়েছে আমিষ পদের তালিকা ৷ মাংসের বদলে মধ্যাহ্নভোজের মেনুতে একমাত্র আমিষ পদ হিসেবে ছিল পোনা মাছ ৷ শুধু আমিষের পদেই কোপ নয়, কমেছে খাবারের পদের সংখ্যাও ৷ ভাত ছাড়া অন্যান্য পদের মধ্যে ছিল শুক্তো, পনির, ডাল, আলুভাজা, আলু পটলের তরকারি, চাটনি ও পাঁপড়। প্রায় ৪৭৫ জনের জন্য ব‍্যুফেতে খাওয়ার ব‍্যবস্থা করা হয় । এছাড়াও ১০০০ টি প‍্যাকেটের ব‍্যবস্থা রাখা হয়েছিল ।
advertisement
আরও পড়ুন 
advertisement
ইতিমধ্যেই অপব্যয় বা অতিরিক্ত ব্যয় কমাতে ১৫ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন ৷ সরকারি অনুষ্ঠানে কমানো হোক বাহুল্য, সরকারি দফতরের খরচে রাশ টানতে নির্দেশ খোদ মুখ্যমন্ত্রীর ৷ সরকারি দফতর ও পুরসভা-পঞ্চায়েতকেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ নবান্ন সভাঘরে এদিনের বৈঠকে সব দফতরের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ব্যয় কমাতে সবার আগে কোপ নবান্নের মেনুতে, তালিকা থেকে বাদ লোভনীয় সব পদ
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement