গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর, তালিকায় সুজিত-পুলক-মানস-অরূপ

Last Updated:

গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন, বেচারাম মান্না, পুলক রায়,সুজিত বসু, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুইয়ারা।

বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী
বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী
গঙ্গাসাগর; গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন, বেচারাম মান্না, পুলক রায়,সুজিত বসু, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুইয়ারা।
এই মেলা চলাকালীন গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় থেকে মেলার দায়িত্ব পরিচালনা করবেন এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।। অন্যদিকে, কলকাতায় থেকে গোটা বিষয়টি পরিচালনা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা। আজ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে এই দায়িত্বই ভাগ করে দেন বলে সূত্রের খবর।
এই বৈঠকেই আরও একটি বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করে বাংলাদেশ চলে যাচ্ছেন। মৎস্যজীবীরা কেন বারবার বাংলাদেশে চলে যাচ্ছেন? এই বিষয়টি পুলিশকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে রাজ্য পুলিশকে এই বিষয়টি দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এখানকার লোকেরাই ওখানে যাবেন কেন বা ওখানকার লোকেরাই বা কেন আসবে এখানে? পুলিশকে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর, তালিকায় সুজিত-পুলক-মানস-অরূপ
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement