গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীকে দায়িত্ব মুখ্যমন্ত্রীর, তালিকায় সুজিত-পুলক-মানস-অরূপ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন, বেচারাম মান্না, পুলক রায়,সুজিত বসু, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুইয়ারা।
গঙ্গাসাগর; গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে করার জন্য একাধিক মন্ত্রীদের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নির্বিঘ্নে পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন, বেচারাম মান্না, পুলক রায়,সুজিত বসু, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্নেহাশীষ চক্রবর্তী, মানস ভুইয়ারা।
এই মেলা চলাকালীন গঙ্গাসাগরের বিভিন্ন জায়গায় থেকে মেলার দায়িত্ব পরিচালনা করবেন এই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা।। অন্যদিকে, কলকাতায় থেকে গোটা বিষয়টি পরিচালনা করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা। আজ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে এই দায়িত্বই ভাগ করে দেন বলে সূত্রের খবর।
এই বৈঠকেই আরও একটি বিষয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রম করে বাংলাদেশ চলে যাচ্ছেন। মৎস্যজীবীরা কেন বারবার বাংলাদেশে চলে যাচ্ছেন? এই বিষয়টি পুলিশকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠকে রাজ্য পুলিশকে এই বিষয়টি দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। এখানকার লোকেরাই ওখানে যাবেন কেন বা ওখানকার লোকেরাই বা কেন আসবে এখানে? পুলিশকে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 7:18 PM IST










