পূজনের পরে কি এবার পীযূষ বিশ্বাস? বড় 'খেলা' তৃণমূলের! তোলপাড় রাজ্য রাজনীতি

Last Updated:

Tmc: মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ে স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট দলের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস-সহ ৪৫০টি পরিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে।

ত্রিপুরায় 'খেলা' তৃণমূলের
ত্রিপুরায় 'খেলা' তৃণমূলের
#আগরতলা: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি; টিডিএফ দলের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস-সহ ৪৫০টি পরিবারের তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে এমনটাই জানাচ্ছেন তারা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কার্যালয়ে স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট দলের রাজ্য সভাপতি পূজন বিশ্বাস-সহ ৪৫০টি পরিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছে।
দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর, পূজন বিশ্বাস বক্তব্য রেখে বলেছেন, "বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে সঙ্গবদ্ধ, একজোট লড়াই করতে হবে। আমরা দেখেছি বাংলায় নির্বাচনের সময় বিজেপি তৃণমূল কংগ্রেসের ওপর প্রচুর অত্যাচার চালিয়েছে কিন্তু তাও তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ে আবার ক্ষমতায় ফিরে এসেছে। সাড়ে চার বছরে বিজেপি - আইপিএফটির যে সরকার জনকল্যাণমূলক কোনো কাজ তারা করতে পারেনি। প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু একটাও বাস্তবায়িত করা হয়নি।"
advertisement
advertisement
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে টিডিএফের সভাপতি পূজন বিশ্বাস তার পুরো দলকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে।"
advertisement
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব বলেছেন, "আমাদের লড়াইটা রাজনৈতিক, জনতা বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। ত্রিপুরা রাজ্যে সাড়ে চার বছরে কিছু কাজ করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস মাঠে এসেছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে।"
ত্রিপুরায় ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তার আগেই তৃণমূল কংগ্রেসে কার্যত মিশে যেতে চলেছে ত্রিপুরা ডেমোক্রেটিক ফ্রন্ট। রাজ্যের বর্ষীয়ান নেতা পীযুষ বিশ্বাস এবং তার ছেলে পূজন বিশ্বাসের পাহাড়ে সংগঠন মজবুত।এর ফলে রাজনৈতিক ভাবে লাভবান হবে ঘাসফুল শিবির বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।সূত্রের খবর প্রদ্যুত কিশোর মানিক্যর দল তিপ্রামথার সঙ্গে একাধিক বৈঠকের পর তৃণমূলে মিশে যাওয়ার সিদ্ধান্ত নেয় টি ডি এফ নেতৃত্ব।তবে কি আগামী বিধানসভা নির্বাচনে জোটের পথে হাঁটবে তৃণমূল এবং তীপ্রামথা??? জল্পনা তুঙ্গে। প্রসঙ্গত কংগ্রেস ভেঙে তৈরি হয় টিডিএফ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পূজনের পরে কি এবার পীযূষ বিশ্বাস? বড় 'খেলা' তৃণমূলের! তোলপাড় রাজ্য রাজনীতি
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement