#কলকাতা: কলকাতায় অমিত শাহের রোড শো-এ উত্তেজনা ৷ রোড শো-এ অমিত শাহকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান ৷ এর জেরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট চত্বর ৷ কলেজ স্ট্রিটে বিক্ষোভ টিএমসিপির ৷ বিজেপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৷
ধর্মতলা থেকে শুরু করে রোড শো শুরু হয়ে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতেই শুরু হয় ঝামেলা ৷ বিজেপি সভাপতি অমিত শাহকে উদ্দেশ করে স্লোগান দিতে শুরু করে টিএমসিপি ৷ ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান শুনে উত্তেজিত হয়ে ওঠে বিজেপি সমর্থকরাও ৷ দুই দলের সমর্থকদের মধ্যে বেঁধে যায় ধুন্ধুমার ৷ শুরু হয়ে যায় সংঘর্ষ ৷ বিদ্যাসাগর কলেজের সামনে বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ এমনকি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ ৷
জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণভাবে কালো পতাকা নিয়ে অবস্থান করছিলেন টিএমসিপি ছাত্রছাত্রীরা ৷ মিছিলের মাঝামাঝি ছিলেন অমিত শাহ ৷ কিন্তু মিছিলের মাথা কলেজ স্ট্রিট চত্বরে পৌঁছতেই কালো পতাকা ও স্লোগান শুনে ধীরে ধীরে বাড়তে থাকে উত্তেজনা ৷ মিছিল এগোনোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে অশান্তি ৷ অমিত শাহের গাড়ি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছতে পৌঁছতে শুরু হয়ে যায় বিজেপি কর্মী-সমর্থকদের তাণ্ডবলীলা ৷ চাপানউতোর থেকে ক্যাম্পাস লক্ষ্য করে ইঁট-রড ছুঁড়তে থাকেন সমর্থকেরা ৷ ছাত্রছাত্রীদের লক্ষ্য করে মিছিল থেকে জুতো জলের বোতলও ছোঁড়া হয় ৷ বিক্ষোভ সামলাতে ও নিরাপত্তার খাতিরে বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেয় পুলিশ ৷
শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ই নয়, বিদ্যাসাগর কলেজেও হামলার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ বাইকে আগুন ধরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কলেজের গেট ভেঙে ঢুকে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷
ঘটনায় আহত অনেকে ৷ টিএমসিপি-র তরফে দাবি জানানো হয়েছে যে, একজন ছাত্রী গুরুতর আহত ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah Rally at Kolkata, Amit Shah Road Show, Elections 2019, Lok Sabha elections 2019, TMCP Agitation