TMC Protest For Gas Price Hike: গ্যাসের দাম হাজার টাকা পার! উনুন জ্বালাবেন কীভাবে, শেখাল তৃণমূল মহিলা কংগ্রেস

Last Updated:

Tmc Protest: গ্যাসের দাম এবার ১০২৬ টাকা। কালীঘাটে উনুন জ্বালানোর প্রশিক্ষণ দিল তৃণমূল মহিলা কংগ্রেস।

#কলকাতা: শনিবার সকাল থেকেই মাথায় হাত মধ্যবিত্তের। রান্নার গ্যাসের দাম বেড়ে এবার এক হাজার ছাব্বিশ টাকা। হেঁসেলে আগুন দেখে যখন অনেকেই প্রশ্ন করছেন, খাবো কী! তখন অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের।
শনিবার দুপুরে কালীঘাট থানার কাছে একটি দলীয় অফিসে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এদিন দুপুরে কর্মসূচীর নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়।
শনিবার উনুন জ্বালানোর প্রশিক্ষণ কেন্দ্র নামে ব্যানার দিয়ে রাখা হয়েছিল মাটির উনুন, কাঠ ও ঘুঁটে। তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীদের মতে, দীর্ঘদিন গ্যাসে রান্নার সুবাদে রাজ্যের মানুষ ভুলতে বসেছে মাটির উনুনে রান্না করা। এবার সেই পুরানো বিদ্যাকে শান দিতে মাটির উনুন, কাঠ ও ঘুটে নিয়ে চলল প্রশিক্ষণ কেন্দ্র।
advertisement
advertisement
আরও পড়ুন- বড় খবর! অশনির সতর্কতা নিয়ে চমকে দেওয়া আপডেট আবহাওয়া দফতরের, দেখুন
এই ধরনের অভিনব প্রতিবাদের কারণ, গ্যাসের মূল্য বৃদ্ধি।  তাঁদের নিশানা ছিল কেন্দ্রীয় সরকার। শনিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্রের একটাই কারণ, গ্যাসের দাম বৃদ্ধি।  মোদী সরকার যেভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে তাতে আর গ্যাস ব্যবহার না করে এবার ফিরে যাওয়া উচিত সেই পুরানো দিনের পদ্ধতিতেই।
advertisement
কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, মোদীজি একদিন এই রাজ্যে এলেন, পরের দিন এক লাফে গ্যাসের দাম করলেন এক হাজারের বেশি।
একইভাবে কটাক্ষ করেছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। তাঁর বক্তব্য, এভাবেই এবার রান্না করতে হবে। কারণ, গ্যাসের দাম এখন ধরা ছোঁয়ার বাইরে।
গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে শুরু তৃণমূল মহিলা কংগ্রেস নয়, বিভিন্ন রাজনৈতিক দলের মতোই বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিও কটাক্ষ করেছেন কেন্দ্রের সরকারকে।
advertisement
আরও পড়ুন- তৃণমূল নেতাদের কাছে টিউশন নিন, হঠাৎ বিজেপি-কে এ কী পরামর্শ দিলেন কুণাল ঘোষ
তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, এযেন এটিএমের পিনের সংখ্যা। মধ্যবিত্তের কপালে চিন্তা আরও চওড়া হল তা আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে গ্যাসের ফের মূল বৃদ্ধি কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Protest For Gas Price Hike: গ্যাসের দাম হাজার টাকা পার! উনুন জ্বালাবেন কীভাবে, শেখাল তৃণমূল মহিলা কংগ্রেস
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement