TMC Protest against Fuel Price hike| তেলের দাম নিয়ে আজ থেকে রাস্তায় তৃণমূল, নেটদুনিয়ায় হাতিয়ার অটলের ভিডিও
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
TMC Protest against Fuel Price hike- নেটদুনিয়ায় এই প্রতিবাদকে সফল করতে তৃণমূলের হাতিয়ার খোদ অটলবিহারী বাজপেয়ীর একটি ভিডিও।
#কলকাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ও কাল রাজ্য জুড়ে পথে নামছে তৃণমূল। রাজ্যের ২৯৪ আসনেই চলবে প্রতিবাদ কর্মসূচি। দলের সব মন্ত্রী-বিধায়কদেরই প্রতিবাদে রাস্তায় নামতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল যুব সংগঠনও রাস্তায় নামছে এই ইস্যুকে হাতিয়ার করে। প্রথম দিনেই পথে নামবেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা। আর নেটদুনিয়ায় এই প্রতিবাদকে সফল করতে তৃণমূলের হাতিয়ার খোদ অটলবিহারী বাজপেয়ীর একটি ভিডিও। ১৯৭৩ সালে তেলের দাম ৭ পয়সা বেড়ে যাওয়ায় গোরুর গাড়িতে চড়ে সংসদভবনে গিয়েছিলেন। তৃণমূলের সৌজন্যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওই।
Today and tomorrow. Trinamool @AITCofficial will hold protests against #FuelPriceHike All Covid protocols will be strictly followed.
Meanwhile, this video which I posted a week ago, went viral 👇 https://t.co/AJrUJjSGEi — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 10, 2021
advertisement
advertisement
এ দিন আরও একবার ভিডিওটি শেয়ার করে আগামী দুদিনের কর্মসূচির কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সূত্রের খবর রাজ্য জুড়ে সব পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের নেতাকর্মীরা। গণস্বাক্ষর সংগ্রহের কাজও চলবে পাশাপাশি।কোভিড বিধি মেনেই সব কর্মসূচি পালনের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।
গত ৪০ দিন কলকাতায় লাগাতার বেড়েছে পেট্রোলের দাম। সরাসরি টান পড়ছে মধ্যবিত্তর পকেটে। পাল্লা দিয়েই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। তৃণমূল চাইছে এই ইস্যুকে বৃহত্তর মঞ্চে কাজে লাগাতে।একদিকে যেমন প্রত্যেক বিধায়ক-নেতা স্ব স্ব জেলায় পথে নামবেন,তেমনই আসন্ন বাদল অধিবেশনে লোকসভাতেও এই নিয়ে ঝড় তুলতে চায় তৃণমূল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সংসদ কক্ষে নেতৃত্ব দেবেন।
advertisement
ইতিমধ্যেই নিজেই নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন, জ্বালানি কর কমানোর প্রস্তাব দিয়ে। চিঠিতে মমতা স্পষ্ট পরিসংখ্যান তুলে দিয়ে লিখেছেন, মে মাসে ৮ বার পেট্রোলের দাম বেড়ে গিয়েছে। জুনে দাম বেড়েছে মোট ৬ বার। আর জুলাইয়ের প্রথম সপ্তাহেই ৪ বার দাম বাড়ল পেট্রোলের। পাশাপাশি তিনি সেস নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন। আগামী দিনে তিনি এই ইস্যুতে আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। নোটবন্দির সময় থেকেই জনতার ইস্যুতে দ্রুত বিরোধিতার অবস্থান নেওয়া তৃণমূলের রাজনৈতিক কৌশল। এবারেও তার অন্যথা হচ্ছে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2021 11:12 AM IST