TMC State Committee: ফের সভাপতি সুব্রত বক্সি, দায়িত্বে দেব, জুন, সায়ন্তিকারা! তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার

Last Updated:

TMC State Committee: নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে দলের রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিধানসভায় বিজেপি-কে পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷
বিধানসভায় বিজেপি-কে পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রীর৷
#কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে দলের রাজ্য কমিটি (TMC State Committee) ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের মহাসচিব হলে পার্থ চট্টোপাধ্যায়। আর আবারও রাজ্য সভাপতির দায়িত্ব পেলেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে নাম না করে দলের একাংশকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "রাজনীতি করে খাওয়ার জায়গা নয়। এটা সেবা করার জায়গা।পুরসভা ও পঞ্চায়েত মনিটরিং করব। মানুষের কাজ না হলে আপনারা দায়ী থাকবেন। লোককে পরিষেবা দিতে হবে।" এরপরই দলের রাজ্য কমিটি ঘোষণা করেন মমতা। একনজরে দেখে নেওয়া যাক, কে কোন দায়িত্ব পেলেন (TMC State Committee)।
advertisement
advertisement
দলের মহাসচিব-পার্থ চট্টোপাধ্যায়
রাজ্য সভাপতি- সুব্রত বক্সি
সহ-সভাপতি- অমিত মিত্র
রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য
উত্তর কলকাতা -- সুদীপ বন্দোপাধ্যায়
রাজ্য কমিটির (TMC State Committee) সহ-সভাপতি – সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।
advertisement
সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী
মিডিয়া সেলের দায়িত্বে- কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ও অন্যান্যরা।
বেশ কয়েকটি জেলার সভাপতির নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ
advertisement
কৃষ্ণনগর উত্তরের সভাপতি- কল্লোল খান
বিক্ষুব্ধদের বিরুদ্ধেও এই মঞ্চ থেকে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। এদিন রাজ্য তৃণমূলের কমিটি ঘোষণার পাশাপাশি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি বলেন, "যদি মনে করেন আপনি জিতে দলকে কৃতার্থ করেছেন, তাহলে আপনার জন্য দলের রাস্তা খোলা আছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC State Committee: ফের সভাপতি সুব্রত বক্সি, দায়িত্বে দেব, জুন, সায়ন্তিকারা! তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা মমতার
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement