TMC: '৭৩টা টিম এসেছে, ভোট জিততে না পেরে প্রতিহিংসা,' তোপ দাগলেন শশী পাঁজা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC: কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা শশী পাঁজার।
কলকাতা: কেন্দ্রীয় সরকারকে একের পর এক নিশানা শশী পাঁজার। কেন্দ্রীয় দল ইস্যুতেও তোপ দাগেন তিনি।
শশী পাঁজা বলেন, "বাংলাকে বঞ্চিত করা হল। ভাতে মারার কেন্দ্রীয় সরকার, রাজনৈতিক ভাবে প্রতিহিংসা পরায়ন সরকার। নিত্য দিন নতুন অজুহাত। সামনেই পঞ্চায়েত নির্বাচন। বাংলার কাজ বন্ধ করে মানুষকে খেপিয়ে তুলে সেই সুযোগটা কাজে লাগানো যায় কীভাবে, তারই চেষ্টা। ২০২১ ভোট জিততে না পেরে প্রতিহিংসা।"
advertisement
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী আজ ওড়িশা গিয়েছেন। দিদি বলেছেন প্রায় ৬-৭ মাস আগে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। ডিসেম্বর ২০২১ এর পর থেকে ১০০ দিনের কাজের ৬০ হাজার কোটি টাকা বাকি। আমরা দেখি কেন্দ্র থেকে টিম আসে। এখনও ৭৩ টি টিম চলে এসেছে। পঞ্চায়েত মন্ত্রী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমাদের সাংসদরা দেখা করেছেন। আশ্বস্ত করার পরেও কোনও টাকা দেওয়া হয়নি।"
advertisement
তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষকে এটাই বলা হচ্ছে যে বিজেপি যেহেতু জিততে পারেনি, তাই তারা প্রতিশোধ নিচ্ছে।এবারও বাজেটে ২৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ কম করা হয়েছে।এখানকার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব উস্কানি দিয়ে আসছে টাকা যাতে দেওয়া না হয়। ভাতে মারছে। প্রতিবাদ করছি।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 5:05 PM IST