যেমন পদে চাকরি, তেমন তার দাম। বিভিন্ন পুরসভায় চাকরি দিতে রীতিমতো রেট বেঁধে দিয়েছিলেন অয়ন শীল এবং তাঁর সাঙ্গপাঙ্গরা তথ্য- অমিত সরকার
জানা গিয়েছে, পুরসভায় লেবার, গাড়ির চালক, ঝাড়ুদারের মতো পদে চাকরি পেতে গেলে অয়ন শীল এবং তাঁর এজেন্টদের ৪ লক্ষ টাকা করে দিতে হত চাকরিপ্রার্থীদের।
আবার গ্রুপ ডি-র চাকরি পেতে গেলেও দিতে হত ৪ লক্ষ টাকা। কিন্তু গ্রুপ ডি-র চাকরির দাম ছিল ৭ লক্ষ টাকা।
একই ভাবে গ্রুপ সি, টাইপিস্ট অথবা অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পেতে গেলে ৭ লক্ষ টাকা করে দিতে হত চাকরিপ্রার্থীদের৷
এখনও পর্যন্ত উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি, পানিহাটি, হালিশহরের মতো পুরসভাগুলির নাম এই নিয়োগ দুর্নীতিতে সামনে এসেছে৷
...