সন্তু মল্লিক, বাগনান: হাওড়ার বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ দুর্ঘটনা৷ দিঘাগামী বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃ্ত্যু হল গাড়ির তিন আরোহীর৷ বাসের সঙ্গে ধাক্কায় গাড়িটি এমন ভাবে দুমড়ে মুচড়ে যায় যে দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা কেটে গেলেও তিন যাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। গ্যাস কাটার এনে গাড়ির ভিতরে আটকে থাকা দেহগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ ঘটনার জেরে ব্যাপক যানজট হয় জাতীয় সড়কের উপরে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকালে কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল দিঘাগামী একটি বেসরকারি বাস৷ বাগনানের বরুণদা এলাকায় পৌঁছতেই বাসটির সামনের একটি চাকা ফেটে যায়৷ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডিভাইডার টপকে উল্টোদিকের কলকাতামুখী লেনে চলে আসে৷ ঠিক সেই সময়ে বাসের সামনে এসে পড়ে কলকাতাগামী একটি গাড়ি৷ গাড়িটিও যথেষ্ট গতিতে থাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷
আরও পড়ুন: অন্ধকার নামলেই এলাকায় প্রচণ্ড আওয়াজ! ব্যাপার দেখতে গিয়ে হুমকির মুখে স্থানীয়রা
সংঘর্ষের অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ যদিও বাসটির সেভাবে ক্ষতি হয়নি৷ গাড়ির ভিতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয় ঘটনাস্থলে৷ স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে এলেও দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভিতর থেকে কাউকেই বের করতে পারেননি তাঁরা৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মীরা৷ পরে গ্যাস কাটার নিয়ে এসে গাড়ির অংশ কেটে ভিতরে থাকা তিনজনের দেহ উদ্ধারের চেষ্টা শুরু হয়৷ যদিও মৃতদের পরিচয় জানতে পারেনি পুলিশ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ গাড়ির নম্বর এবং মৃতদের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ৷ ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।