অন্ধকার নামলেই এলাকায় প্রচণ্ড আওয়াজ! ব্যাপার দেখতে গিয়ে হুমকির মুখে স্থানীয়রা

Last Updated:

Pond: রাত হলেই আওয়াজ। কিছু বলতে গেলে ঠিকাদারের হুমকি। সে কী কাণ্ড!

বহরমপুর: রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ করছিল ঠিকাদাররা। এলাকার বাসিন্দারা পুকুর ভরাটের প্রতিবাদ করলে তাদেরকে ঠিকাদাররা হুমকি দেয় বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ঠিকাদার সমেত পাঁচজনকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ।
বহরমপুর শহরের ১৩ ও ১৪ নং ওয়ার্ডের হরিবাবুর ঢাল সংলগ্ন পুকুরে বেশ কিছুদিন ধরে মাটি ভরাটের কাজ করছিল ঠিকাদারেরা। আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে বহরমপুরে।
শনিবার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জী ঘটনাস্থলে গিয়ে যে মাটি ফেলা হয়েছে তা তুলে নেওয়ার নির্দেশ দেন। সেখানে একটি শিশু উদ্যান তৈরি করা হবে বলে জানান।
advertisement
advertisement
আরও পড়ুন- 'টাকাটা দাও', চায়ের দোকানে প্রতিবেশীদের ঝামেলা, এক সেকেন্ডে ঘটে গেল অঘটন!
সি পি আই এমের পক্ষ থেকে পুকুর ভরাটের বিরুদ্ধে মিছিল করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে অধীর চৌধুরী তৃণমূল পরিচালিত পৌরসভাকে দায়ী করেন।
স্থানীয় বাসিন্দা সমরেশ সেন জানান, রাতের অন্ধকারে পুকুর ভরাটের কাজ চলছে। আশেপাশের ফ্ল্যাটে অনেক অসুস্থ মানুষ থাকেন। প্রচন্ড শব্দে রাতে শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটছে।
advertisement
পরিবেশ রক্ষার জন্য সকল মানুষকে এগিয়ে আসতে হবে। স্থানীয় বাসিন্দা মণিকা রায় বলেন, বিগত কয়েকদিন ধরে সারারাত ধরে এই কাজ চলছে । গতকাল আমরা এর প্রতিবাদ করলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। ফ্ল্যাট ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।
এদিন অধীর চৌধুরী বলেন, রাতারাতি জমির মালিকানা বদলে যাচ্ছে । বহরমপুরে একের পর এক জলাশয় বুজিয়ে দিচ্ছে প্রমোটাররা। আগামীদিনে লালদিঘী, স্কোয়াড ফিল্ড এমনকী গঙ্গা মাটি দিয়ে বুজিয়ে দেবে প্রমোটাররা।
advertisement
আরও পড়ুন- অ্যাপেন্ডিক্স-এর অপারেশন করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, এ কী ঘটনা ঘটাল নার্সিং হোম!
এদিন নাড়ুগোপাল মুখার্জী বলেন, শনিবার রাতে আমি ফোন পাওয়া মাত্র পুলিশ প্রশাসনকে জানাই যে খাগড়া এলাকায় একটি পুকুরে অবৈধ ভাবে ভরাটের কাজ চলছে। তৎক্ষণাৎ আমরা কাজ বন্ধ করে দিই। পুকুর মালিকের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অন্ধকার নামলেই এলাকায় প্রচণ্ড আওয়াজ! ব্যাপার দেখতে গিয়ে হুমকির মুখে স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement