Domjur Shootout: বিয়েবাড়ি থেকে বেরোতেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পর পর গুলি, ডোমজুড়ে আতঙ্ক!

Last Updated:

বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন দেবব্রত মণ্ডল৷ রাতে সেই বিয়ে বাড়ি থেকে বেরোতেই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তৃণমূল নেতাকে গুলি করে৷

ডোমজুড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল৷
ডোমজুড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল৷
হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি৷ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা দেবব্রত ওরফে বাবু মণ্ডল৷ তিনি ডোমজুড় বিধানসভা এলাকার সাঁপুইপাড়া পঞ্চায়েতের প্রধান৷
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন দেবব্রত মণ্ডল৷ রাতে সেই বিয়ে বাড়ি থেকে বেরোতেই এক দুষ্কৃতী খুব কাছ থেকে তৃণমূল নেতাকে গুলি করে৷ সেই সময় ওই তৃণমূল নেতার সঙ্গে তাঁর সাত থেকে আট জন সঙ্গীও ছিলেন৷ তাঁর বাঁ হাতের কনুইয়ের পাশে একটি গুলি লাগে৷ দ্বিতীয় গুলিটি লাগে তাঁর কোমরের কাছে৷ রাতেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়৷ আজ সকালেই এসএসকেএম হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করার কথা৷
advertisement
২০১৩ সালে প্রথম বার পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হন এলাকার জনপ্রিয় এই তৃণমূল নেতা৷ শেষ পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর সাঁপুইপাড়া পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন৷ গতকাল দলীয় এক সহকর্মীর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যান তিনি৷ সেখান থেকে বেরিয়ে মোটরসাইকেলে বাড়ির দিকে এগোতেই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পাঁচ থেকে সাত রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
সূত্রের খবর, একটি গুলি দেবব্রত মণ্ডলের পিঠ ছুঁয়ে বেরিয়ে যায়৷ দুটি গুলি তাঁর শরীরে লাগে৷ এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নির্বাচিত হন সুমন চৌধুরী৷ তোলাবাজি এবং খুনের ঘটনায় অভিযুক্ত এই দুষ্কৃতী কিছুদিন আগেই জেল থেকে ছাডা় পেয়েছে৷ যদিও গুলিবিদ্ধ তৃণমূল নেতার দাদা এবং তাঁর সঙ্গীদের দাবি, এই সুমন চৌধুরীর সঙ্গে দেবব্রতবাবুর কোনও শত্রুতা ছিল না৷
advertisement
আহত তৃণমূল নেতার দাদা সুব্রত মণ্ডল বলেন, এলাকায় ভাই অত্যন্ত জনপ্রিয় ছিল৷ পঞ্চায়েত প্রধান হিসেবে প্রচুর কাজ করেছিল৷ কোন শত্রুতা ছিল বলে জানতাম না৷
এই ঘটনায় ডোমজুড়ের সাঁপুইপাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে৷ এ দিন সকালেও গোটা এলাকা থমথমে রয়েছে৷ এলাকার বাসিন্দাদের দাবি, এর আগেও ওই অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটেছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
advertisement
সহ প্রতিবেদন- সাহ্নিক ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Domjur Shootout: বিয়েবাড়ি থেকে বেরোতেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে পর পর গুলি, ডোমজুড়ে আতঙ্ক!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement