Saugata Roy: এবারেই শেষ, ভোটের লড়াইয়ে আর নয়! টানা চারবার জিতেও ঘোষণা করে দিলেন তৃণমূল সাংসদ

Last Updated:

অভিজ্ঞতার নিরিখে রাজ্য রাজনীতিতে সৌগত রায় প্রথম সারিতেই থাকবেন৷ দমদমের আগে ১৯৭৭ সালে ব্যারাকপুর থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন সৌগত রায়৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
সুবীর দে, বরানগর: এবারেই শেষ৷ আর ভোটে দাঁড়াবেন না৷ টানা চার বার সাংসদ নির্বাচিত হওয়ার পর ঘোষণা করে দিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়৷ এ দিন বরানগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তৃণমূলের প্রবীণ সাংসদ৷
তৃণমূল সাংসদদের মধ্যে এই মুহূর্তে সৌগত রায়ই প্রবীণতম৷ অভিজ্ঞতার নিরিখেও অন্যদের থেকে এগিয়ে পদার্থ বিজ্ঞানের এই প্রাক্তন অধ্যাপক৷ নির্বাচনের আগে তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের সময়ও তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ শেষ পর্যন্ত এবারও দমদম থেকে ভোটে জয়ী হয়েছেন তিনি৷ এই নিয়ে টানা চার বার দমদমের সাংসদ নির্বাচিত হলেন সৌগত রায়৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে অবশ্য পাঁচ বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি৷
advertisement
advertisement
বরানগরের ওই অনুষ্ঠানে তৃণমূল সাংসদকে ভোটে জেতার জন্য সংবর্ধনা দেওয়া হয়৷ সেই মঞ্চ থেকেই তিনি বলেন, আমি আর নির্বাচনে দাঁড়াব না৷ পাঁচ বছর আছি, আপনাদের সঙ্গে থাকব৷
advertisement
অভিজ্ঞতার নিরিখে রাজ্য রাজনীতিতে সৌগত রায় প্রথম সারিতেই থাকবেন৷ দমদমের আগে ১৯৭৭ সালে ব্যারাকপুর থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন সৌগত রায়৷ চরণ সিং মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি৷ ২০০৯ সালে দমদমের সাংসদ নির্বাচিত হওয়ার পর মনমোহন সিং মন্ত্রিসভায় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হন তৃণমূল সাংসদ৷ এর পাশাপাশি আলিপুর, ঢাকুরিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়কও নির্বাচিত হয়েছেন সৌগত৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন সাংসদও তিনি৷
advertisement
এ দিনের ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই সৌগত রায় দাবি করেন, এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের পিছনে রয়েছে মহিলা ভোটারদের সমর্থন৷ তৃণমূল সাংসদ বলেন, মহিলারাই আসল রক্ষাকর্ত্রী। বস্তি থেকে শুরু করে গ্রামের যে সমস্ত মহিলারা লক্ষীর ভাণ্ডার পেয়েছেন, তাঁরা আমাদের ঢেলে ভোট দিয়েছেন। শহরাঞ্চলের যে সমস্ত মহিলারা বড় আবাসনে থাকেন, তাঁরা আমাদের ভোট দেননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saugata Roy: এবারেই শেষ, ভোটের লড়াইয়ে আর নয়! টানা চারবার জিতেও ঘোষণা করে দিলেন তৃণমূল সাংসদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement