Jago Bangla: ঝা চকচকে অফিস, বদলে যাচ্ছে জাগো বাংলা! একুশেই নতুন যাত্রা শুরু

Last Updated:

শুধু অফিস বদলই নয়, জাগো বাংলার (Jago Bangla) চেহারাতেও আমূল বদল আসছে৷ এতদিন মূলত রাজনৈতিক খবরই থাকত তৃণমূলের মুখপত্রে৷

#কলকাতা: ঝা চকচকে নতুন অফিস৷ শুধু অফিসই নয়, আমূল বদলে যাচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র চেহারাও৷ আগামিকাল, একুশে জুলাইতেই জাগো বাংলার নতুন অফিসের উদ্বোধন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েকদিনের মধ্যেই নতুন এই অফিসেই উঠে যাবে জাগো বাংলা-র দফতর৷
এতদিন মধ্য কলকাতার পুরনো অফিস থেকেই চলত জাগো বাংলা-র প্রকাশনার কাজ৷ নতুন অফিসও নেওয়া হচ্ছে মধ্য কলকাতার একটি ঠিকানায়৷
শুধু অফিস বদলই নয়, জাগো বাংলার চেহারাতেও আমূল বদল আসছে৷ এতদিন মূলত রাজনৈতিক খবরই থাকত তৃণমূলের মুখপত্রে৷ পাশাপাশি বিভিন্ন ইস্যুতে দলীয় নেতানেত্রীদের লেখাও প্রকাশিত করা হত৷ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারও হত দলীয় মুখপত্রে৷
advertisement
advertisement
তৃণমূল সূত্রের খবর, এবার আরও বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছে যেতে রাজনীতির পাশাপাশি এবার থেকে বিনোদন, খেলা, সংস্কৃতি, ভ্রমণের মতো বিভিন্ন বিষয় সংক্রান্ত খবর এবং তথ্যও থাকবে জাগো বাংলায়৷ প্রকাশিত হবে জাগো বাংলা-র ই সংস্করণও৷
আপাতত ক্যাম্প অফিস থেকেই জাগো বাংলার কাজ চলছে৷ কয়েকদিনের মধ্যেই নতুন অফিসে দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ বিধানসভা নির্বাচনে দলের বিপুল জয়ের পরই তৃণমূলের সদর দফতরকেও ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে৷ একই সঙ্গে দলের মুখপত্রের রূপ বদলেও জোর দেন তৃণমূল নেতৃত্ব৷
advertisement
এতদিন জাগো বাংলা-র পাঠক বলতে মূলত ছিলেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা৷ এবার এই বৃত্তের বাইরে দলীয় মুখপত্রকে পৌঁছে দিতেই জাগো বাংলা-কে ঢেলে সাজানো হচ্ছে৷ যাতে শুধু পথেঘাটে সংবাদপত্র লাগানোর স্ট্যান্ড বা তৃণমূলের দলীয় দফতর নয়, মানুষের মনেও জায়গা করে নিতে পারে জাগো বাংলা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jago Bangla: ঝা চকচকে অফিস, বদলে যাচ্ছে জাগো বাংলা! একুশেই নতুন যাত্রা শুরু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement