#কলকাতা: ঝা চকচকে নতুন অফিস৷ শুধু অফিসই নয়, আমূল বদলে যাচ্ছে তৃণমূলের মুখপত্র জাগো বাংলা-র চেহারাও৷ আগামিকাল, একুশে জুলাইতেই জাগো বাংলার নতুন অফিসের উদ্বোধন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কয়েকদিনের মধ্যেই নতুন এই অফিসেই উঠে যাবে জাগো বাংলা-র দফতর৷
এতদিন মধ্য কলকাতার পুরনো অফিস থেকেই চলত জাগো বাংলা-র প্রকাশনার কাজ৷ নতুন অফিসও নেওয়া হচ্ছে মধ্য কলকাতার একটি ঠিকানায়৷
শুধু অফিস বদলই নয়, জাগো বাংলার চেহারাতেও আমূল বদল আসছে৷ এতদিন মূলত রাজনৈতিক খবরই থাকত তৃণমূলের মুখপত্রে৷ পাশাপাশি বিভিন্ন ইস্যুতে দলীয় নেতানেত্রীদের লেখাও প্রকাশিত করা হত৷ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারও হত দলীয় মুখপত্রে৷
তৃণমূল সূত্রের খবর, এবার আরও বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছে যেতে রাজনীতির পাশাপাশি এবার থেকে বিনোদন, খেলা, সংস্কৃতি, ভ্রমণের মতো বিভিন্ন বিষয় সংক্রান্ত খবর এবং তথ্যও থাকবে জাগো বাংলায়৷ প্রকাশিত হবে জাগো বাংলা-র ই সংস্করণও৷
আপাতত ক্যাম্প অফিস থেকেই জাগো বাংলার কাজ চলছে৷ কয়েকদিনের মধ্যেই নতুন অফিসে দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে৷ বিধানসভা নির্বাচনে দলের বিপুল জয়ের পরই তৃণমূলের সদর দফতরকেও ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে৷ একই সঙ্গে দলের মুখপত্রের রূপ বদলেও জোর দেন তৃণমূল নেতৃত্ব৷
এতদিন জাগো বাংলা-র পাঠক বলতে মূলত ছিলেন তৃণমূলের কর্মী এবং সমর্থকরা৷ এবার এই বৃত্তের বাইরে দলীয় মুখপত্রকে পৌঁছে দিতেই জাগো বাংলা-কে ঢেলে সাজানো হচ্ছে৷ যাতে শুধু পথেঘাটে সংবাদপত্র লাগানোর স্ট্যান্ড বা তৃণমূলের দলীয় দফতর নয়, মানুষের মনেও জায়গা করে নিতে পারে জাগো বাংলা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21 July, Jago Bangla, Mamata Banerjee, TMC