TMC MLA Convoy Car Accident: তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কা, মৃত মোটরসাইকেল চালক! বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন৷ মৃত ওই যুবক কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷
কল্যাণ মণ্ডল, ভাঙড়: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল চালকের৷ এ দিন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বাসন্তী হাইওয়ের উপরে৷ দুর্ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে পুলিশের সাহায্যে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক৷ কিন্তু বিকেল তিনটে নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে মৃত্যু হয় ওই আহত যুবকের৷
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন৷ মৃত ওই যুবক কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷ এ দিন কাজে যোগ দিতে যাওয়ার সময়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির দিকে আসছিল তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়৷ বিধায়ক নিজেও সেই সময় গাড়িতে ছিলেন৷ কনভয়ের সামনে থাকা পুলিশের একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা ওই মোটরসাইকেলে ধাক্কা মারে৷ এর পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে পুলিশের গাড়িটি৷ যান্ত্রিক কোনও সমস্যা নাকি চালকের ভুলে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
advertisement
দুর্ঘটনার পরই গুরুতর আহত ওই মোটরসাইকেল চালককে দ্রুত হাসপাতালে পাঠাতে উদ্যোগী হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক৷ পুলিশের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 6:06 PM IST