TMC MLA Convoy Car Accident: তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কা, মৃত মোটরসাইকেল চালক! বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা

Last Updated:

মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন৷ মৃত ওই যুবক কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷

দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি (বাঁদিকে)৷
দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি (বাঁদিকে)৷
কল্যাণ মণ্ডল, ভাঙড়: তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হল মোটরসাইকেল চালকের৷ এ দিন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বাসন্তী হাইওয়ের উপরে৷ দুর্ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে পুলিশের সাহায্যে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক৷ কিন্তু বিকেল তিনটে নাগাদ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে মৃত্যু হয় ওই আহত যুবকের৷
জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ তাজউদ্দিন৷ মৃত ওই যুবক কলকাতার ব্রাইট স্ট্রিটের বাসিন্দা৷ জানা গিয়েছে, লেদার কমপ্লেক্সে কাজ করতেন তাজউদ্দিন৷ এ দিন কাজে যোগ দিতে যাওয়ার সময়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সকাল এগারোটা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে সায়েন্স সিটির দিকে আসছিল তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়৷ বিধায়ক নিজেও সেই সময় গাড়িতে ছিলেন৷ কনভয়ের সামনে থাকা পুলিশের একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিক থেকে আসা ওই মোটরসাইকেলে ধাক্কা মারে৷ এর পরে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে পুলিশের গাড়িটি৷ যান্ত্রিক কোনও সমস্যা নাকি চালকের ভুলে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
advertisement
দুর্ঘটনার পরই গুরুতর আহত ওই মোটরসাইকেল চালককে দ্রুত হাসপাতালে পাঠাতে উদ্যোগী হন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক৷ পুলিশের সাহায্যে তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হলেও শেষরক্ষা হল না৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA Convoy Car Accident: তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলট কারের ধাক্কা, মৃত মোটরসাইকেল চালক! বাসন্তী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement