TMC MLA: প্রয়াত ডোমকলের তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলাম, ভর্তি ছিলেন কলকাতার হাসপাতালে! কী হয়েছিল জানেন?

Last Updated:

TMC MLA: বছর ১৫ আগেও তেমনভাবে পরিচিতি ছিল না জাফিকুল ইসলামের।

প্রয়াত তৃণমূল বিধায়ক
প্রয়াত তৃণমূল বিধায়ক
ডোমকল: প্রয়াত হলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সেখানেই মারা যান তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন তিনি। জাফিকুল ইসলামের প্রয়াণে শোকের আবহ গোটা রাজনৈতিক মহলে।
advertisement
প্রসঙ্গত, বছর ১৫ আগেও তেমনভাবে পরিচিতি ছিল না জাফিকুল ইসলামের। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান জাফিকুল। তাঁরা তিন ভাই। তিনি মেজো। স্নাতক হওয়ার পর চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন, কিন্তু পাননি। তবে তিনি মুড়ি মিলের ব‌্যবসায় আটকে থাকার মানুষ ছিলেন না।
advertisement
advertisement
মাঝখানে কিছুদিন ধর্মীয় প্রচারে মনোনিবেশ করেছিলেন। জাফিকুল জানিয়েছিলেন, সেটা অল্পদিনের জন্য। কিন্তু তার পরেই কোথা থেকে কী হল তার সূত্র পাওয়া যায়নি। তার ব্যক্তিগত প্রচেষ্টায় বাড়ির কাছেই প্রতিষ্ঠা করেছিলেন একটি বিএড কলেজে। সেই যে শিক্ষাজগতে প্রবেশ তার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি
advertisement
একের পর এক সাফল্যে বিএড, ডিএড কলেজের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানের গোবিন্দপুরে ও তাঁর নিজের বাড়ির কাছে বিএড-ডিএড মিলিয়ে সাতটি কলেজ আছে তাঁর মালিকানাধীনএছাড়াও রয়েছে একটি করে ফার্মাসিস্টপলিটেকনিক কলেজও। বিধায়কের একটি পেট্রল পাম্প আছে ডোমকলেই
advertisement
২০১১ সালে রাজ্যে বামফ্রন্টের পতনের পর ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর সেই যোগদানের ফলে ধীরে ধীরে তার রাজনৈতিক ভাগ্যও খুলে যায়। ২০১৭ সালে ডোমকল নতুন পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। শুরু হয় তার রাজনৈতিক উত্থান। কাউন্সিলরদের বিক্ষোভের জেরে তৎকালীন চেয়ারম্যান সৌমিক হোসেন অপসারিত হন। তাঁকে অপসারণের পর নতুন চেয়ারম্যান হন জাফিকুল। পরে ২০২১ সালে ডোমকল থেকে বিধায়ক নির্বাচিত হন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC MLA: প্রয়াত ডোমকলের তৃণমূলের বিধায়ক জাফিকুল ইসলাম, ভর্তি ছিলেন কলকাতার হাসপাতালে! কী হয়েছিল জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement