Bengal Politics: ফরওয়ার্ড ব্লক দফতরে হাজির তৃণমূলের মহাসচিব! বাংলার রাজনীতিতে সৌজন্যের দৃষ্টান্ত

Last Updated:

Bengal Politics: সাম্প্রতিক সময়ে বাংলায় এমন সৌজন্যের রাজনীতি দেখা যায়নি।

#কলকাতা: রাজনীতিতে মতাদর্শের পার্থক্য থাকলেও ব্যক্তিগত জীবনে সেই প্রভাব পড়েনি। বঙ্গ রাজনীতিতে এমন প্রচুর নিদর্শন রয়েছে। শনিবার ফের এমনই একটা উদাহরণ দেখা গেল ফরওয়ার্ড ব্লক অফিসে।
অশোক ঘোষের জন্মশতবর্ষ অনুষ্ঠানে যেমন যোগ দিতে এসেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম নেতারা, তেমনই উপস্থিত হয়েছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
চলতি বছর অশোক ঘোষের জন্মশতবর্ষ পালন করছে ফরওয়ার্ড ব্লক। বাম রাজনীতির সঙ্গে সারা জীবন যুক্ত থাকলেও সব দলের সঙ্গেই তাঁর ভাল সম্পর্ক ছিল।
advertisement
আরও পড়ুন- ২১শে জুলাই তৃণমূলের সভার পাল্টা মিছিল ও সভার জোড়া কর্মসূচি ঘোষণা বিজেপির 
সব দলের নেতা কর্মীরা তাঁকে সমীহ করতেন। অথচ সাম্প্রতিক সময়ে সৌজন্যের রাজনীতি ক্রমেই বিলীন হচ্ছে। কোনও রাজনৈতিক দলের নেতা অন্য রাজনৈতিক দল সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলছেন, এমন দৃষ্টান্তের অভাবও নেই।
advertisement
এদিন ফরওয়ার্ড ব্লক অফিসে গিয়ে অশোক ঘোষের মূর্তিতে মালা পরিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই ব্যাপারে তিনি বলেছেন, “ফরওয়ার্ড ব্লক অফিসে এই প্রথম আসিনি। বিরোধী দলনেতা থাকার সময়ও এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা আমন্ত্রণ জানিয়েছিলেন। দিদি ব্যস্ত। তাই আমাকে পাঠিয়েছেন।”
সৌজন্যের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে বলেও আক্ষেপ শোনা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের গলায়। ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেছেন, “অশোক ঘোষ সমস্ত রকম সংকীর্ণতার উর্দ্ধে ছিলেন। তিনি সুভাষচন্দ্রের আদর্শকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন।”
advertisement
ফরওয়ার্ড ব্লক দফতরের অনুষ্ঠানে এ দিন অশোকবাবুর স্মৃতিচারণ করেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বক্তা ছিলেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সিপিআই (এম-এল) লিবারেশনের কার্তিক পাল। আরএসপি-র অশোক ঘোষ, পিডিএসের সমীর পূততুণ্ড, অনুরাধা পূততুণ্ডেরাও অশোক-স্মরণে উপস্থিত ছিলেন।
রেকর্ড সময়ের জন্য ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের দায়িত্ব পালন করে যাওয়া নেতা, প্রয়াত অশোক ঘোষের জন্ম শতবর্ষ উদযাপন শুরু হল সমান্তরাল কমর্সূচি দিয়েই! এবার ফ ব-র ৮৩তম প্রতিষ্ঠা দিবস পালনেও একই ঘটনা ঘটেছিল। অশোকবাবুর স্মৃতিকে হাতিয়ার করেই এদিন পথে নামে বিক্ষুব্ধদের ‘আজাদ হিন্দ মঞ্চ’।
advertisement
আরও পড়ুন- তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কোচবিহার, ২১ জুলাইয়ের আগে কী প্রস্তুতি তৃণমূলের?
আলি ইমরান রাম্‌জের (ভিক্টর) নেতৃত্বে ফ ব-র বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ‘শপথ মিছিল’ করেন। প্রতীকী কামান সঙ্গে নিয়ে মতাদর্শের লড়াইয়ে ‘মূল ফটকে কামান দাগা’র ডাকও দেন তাঁরা।
উজ্জ্বল রায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Politics: ফরওয়ার্ড ব্লক দফতরে হাজির তৃণমূলের মহাসচিব! বাংলার রাজনীতিতে সৌজন্যের দৃষ্টান্ত
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement