তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ কোচবিহার, ২১ জুলাইয়ের আগে কী প্রস্তুতি তৃণমূলের?
- Published by:Rachana Majumder
Last Updated:
TMC is preparing for 21st July || ২১ জুলাইয়ের আগে চমক, প্রচারে নজর কাড়তে সাইকেল চালালেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব...
প্রবীর কুণ্ডু, কোচবিহার: সাইকেল চালিয়ে ঘুঘুমারি থেকে দেওয়ানহাটের পথে রওনা হলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। ২১ জুলাই শহীদ দিবসের আগে প্রচারের উদ্দেশ্যে ঘুঘুমারি থেকে আজ সাইকেল মিছিল করতে উদ্যোগী হয় তৃণমূল যুব কংগ্রেস৷ সেই কর্মসূচিতে যোগ দিয়ে দলের কর্মীদের সঙ্গে সাইকেল চালিয়ে রওনা হন জেলা সভাপতি নিজেও। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় জানান, এবছর ধর্মতলায় রেকর্ড ভিড় হবে কোচবিহার থেকে৷ প্রস্তুতি মিটিং চলছে জোরকদমে৷
আরও পড়ুন: পদ্মা সেতুতে ১১ 'পাগল'! আদৌ কি তাই? বাংলাদেশের দাবিতে তুমুল শোরগোল
২১ জুলাই এর শহীদ দিবস কর্মসূচীতে রেকর্ড ভিড় করা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে বড় চ্যালেঞ্জ। বিধানসভা নির্বাচনে কোচবিহারের জেতা আসন হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের৷ কোচবিহারের নয় আসনের মধ্যে মাত্র দুটি আসন সিতাই ও মেখলিগঞ্জে জয়ী হয় তৃণমূল কংগ্রেস৷ পরে উপনির্বাচনে জয়ী হয় তৃণমূল৷ আপাতত তিন আসনে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। বাকি ছয় আসনে জয়ী হয় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগে তাই এই শহীদ দিবস পালনে রেকর্ড সংখ্যক ভিড় করানো দলের কাছে বড় চ্যালেঞ্জ। এ বছর প্রস্তুতি মিটিং চলছে জোরকদমে। আজ সেই প্রচারে চমক দিতে সাইকেল মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস৷
advertisement
আরও পড়ুন: বাবার সঙ্গে এ কী নিষ্ঠুর কাণ্ড ছেলের! ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে গোটা
সাইকেল চেপে এই মিছিলে অংশ নিয়েছেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, জেলা মহিলা সভাপতি শুচিস্মিতা দেবশর্মা ও প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ। দীর্ঘদিন সাইকেল চালানোর অভিজ্ঞতা অনেকেরই নেই। দীর্ঘবছর পরে সাইকেল চেপে রওনা হয়েছেন জেলা নেতাদের অনেকেই। মূল লক্ষ্য মানুষের নজর কাড়া ও মন পাওয়া। সাধারণ মানুষের সঙ্গে মিশে সাইকেল চালিয়ে আরও বেশি করে নীচুতলার কর্মীদের মন বোঝার চেষ্টা করছেন জেলা নেতৃত্ব৷ যদিও বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, তৃণমূল কংগ্রেসের সভায় কতজন যাবেন সেটা বড় কথা নয়। কতজন নির্বাচনে ভোট দেবেন সেটাই দেখার বিষয়। মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2022 1:23 PM IST