Abhishek Banerjee: ১ লক্ষ কোটি টাকারও বেশি পাওনা! বকেয়া না মেটালে দিল্লিতে মেগাধর্ণা, হুঁশিয়ারি দিলেন অভিষেক
- Published by:Ankita Tripathi
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: বাংলার বকেয়া না দিলে আবারও দিল্লিতে মেগা ধরনা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলার বকেয়া না দিলে আবারও দিল্লিতে মেগা ধরনা হবে, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ-সহ বাংলার একাধিক প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে পাওনা রয়েছে এক লক্ষ কোটি টাকারও বেশি। প্রতিবাদে কলকাতা থেকে দিল্লিতে আন্দোলন-ধরনা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বকেয়া দেয়নি। এবার সুপ্রিম কোর্টের রায়ের দিনই ফের বাংলার বকেয়া আদায়ে দিল্লির বুকে বড় রকমের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন অভিষেক।
বাংলার বকেয়া টাকা দিতেই হবে কেন্দ্রকে, স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের। এরপরেই কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, যেমনটা আমি আগেও বলেছি, আবারও বলব: চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি! ১০০ দিনের কাজের-প্রকল্প নিয়ে কেন্দ্রের আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত।
advertisement
advertisement
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে প্রশ্ন করে আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, নাকি আমরা তা খারিজ করে দেব? অবশেষে আদালত মামলাটি খারিজ করে দেয়। অতএব হাইকোর্টের নির্দেশই বহাল থাকল। এর ফলে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা কেন্দ্রকে ছাড়তে হবে।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে লেখেন, ‘‘আজকের রায় বহিরাগত বাংলাবিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয়। মাননীয় সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের বাংলায় মনরেগা পুনরায় চালু করার নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছে। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয়। দিল্লির অহংকার এবং অন্যায়ের সামনে যারা মাথা নত করতে অস্বীকার করেছিল এটা তাদের জয়। যখন বিজেপি রাজনৈতিকভাবে আমাদের পরাজিত করতে ব্যর্থ হল, তখন তারা বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করল। তারা বাংলার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করল, দরিদ্রদের মজুরি কেড়ে নিল এবং মা-মাটি-মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণকে শাস্তি দিতে চাইল। কিন্তু বাংলা কখনওই হার মানেনি। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ন্যায্য টাকার জন্য, প্রতিটি সৎ কর্মীর জন্য লড়াই করব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 10:47 AM IST

