TMC By Election: ভোটে লড়তে পারবেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী, বাতিল হবে মনোনয়ন? বড় নির্দেশ হাইকোর্টের

Last Updated:

TMC By Election: সঙ্গীতা রায় SC নন! সিতাইয়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে মামলা খারিজ করল হাইকোর্ট।

ভোটে লড়তে পারবেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী, বাতিল হবে মনোনয়ন? বড় নির্দেশ হাইকোর্টের
ভোটে লড়তে পারবেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী, বাতিল হবে মনোনয়ন? বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা: সিতাইয়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এসসি নন। নির্বাচনী হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন। তাঁর মনোনয়ন বাতিল করা হোক। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।
ওই জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল সিতাইয়ের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে। ওই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আর্জি জানিয়েছেন।মনোনয়নে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে সিতাইয়ের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- বছর ঘুরলেই কাটবে দুর্যোগ! প্রেম আর অর্থভাগ্যে ‘মালামাল’ হবে কোন ৪ রাশি? আপনার রাশিও নেই তো তালিকায়?
ওই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আর্জি জানিয়েছেন। কংগ্রেস প্রার্থী মামলায় দাবি করেছেন, সিতাই কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। কিন্তু, সঙ্গীতা রায় এই জাতির মধ্যে পড়েন না। তিনি ভুয়ো শংসাপত্র দিয়েছেন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে তিনি পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। সেখানে নিজের স্বামীর নাম লিখেছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। আর আসন্ন উপ নির্বাচনে তিনি নির্বাচনী হলফনামায় স্বামীর পরিবর্তে প্রয়াত বাবার নাম লিখেছেন।
advertisement
advertisement
কংগ্রেস প্রার্থী দাবি করেছেন, তাঁর প্রয়াত বাবা সংরক্ষিত শ্রেণির মধ্যে ছিলেন না। সুতরাং তিনি নির্বাচন কমিশনে যে জাতিগত শংসাপত্র পেশ করেছেন সেটা সম্পূর্ণ ভুয়ো। একই সঙ্গে হলফনামায় জাতিগত শংসাপত্র ছিল কিনা নির্বাচনী পর্যবেক্ষক সেবিষয়ে জানাতে চাননি বলেও তিনি অভিযোগ করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC By Election: ভোটে লড়তে পারবেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী, বাতিল হবে মনোনয়ন? বড় নির্দেশ হাইকোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement