TMC By Election: ভোটে লড়তে পারবেন সিতাইয়ের তৃণমূল প্রার্থী, বাতিল হবে মনোনয়ন? বড় নির্দেশ হাইকোর্টের
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
TMC By Election: সঙ্গীতা রায় SC নন! সিতাইয়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে মামলা খারিজ করল হাইকোর্ট।
কলকাতা: সিতাইয়ের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় এসসি নন। নির্বাচনী হলফনামায় তিনি তথ্য গোপন করেছেন। তাঁর মনোনয়ন বাতিল করা হোক। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েও কাজ হয়নি।
ওই জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। মনোনয়নে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছিল সিতাইয়ের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে। ওই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আর্জি জানিয়েছেন।মনোনয়নে ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে সিতাইয়ের তৃণমূল প্রার্থী তথা তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে।
advertisement
আরও পড়ুন- বছর ঘুরলেই কাটবে দুর্যোগ! প্রেম আর অর্থভাগ্যে ‘মালামাল’ হবে কোন ৪ রাশি? আপনার রাশিও নেই তো তালিকায়?
ওই কেন্দ্রেরই কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ এই মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। তিনি তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের আর্জি জানিয়েছেন। কংগ্রেস প্রার্থী মামলায় দাবি করেছেন, সিতাই কেন্দ্রটি তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত। কিন্তু, সঙ্গীতা রায় এই জাতির মধ্যে পড়েন না। তিনি ভুয়ো শংসাপত্র দিয়েছেন। এর আগে পঞ্চায়েত নির্বাচনে তিনি পঞ্চায়েত সমিতি থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। সেখানে নিজের স্বামীর নাম লিখেছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। আর আসন্ন উপ নির্বাচনে তিনি নির্বাচনী হলফনামায় স্বামীর পরিবর্তে প্রয়াত বাবার নাম লিখেছেন।
advertisement
advertisement
কংগ্রেস প্রার্থী দাবি করেছেন, তাঁর প্রয়াত বাবা সংরক্ষিত শ্রেণির মধ্যে ছিলেন না। সুতরাং তিনি নির্বাচন কমিশনে যে জাতিগত শংসাপত্র পেশ করেছেন সেটা সম্পূর্ণ ভুয়ো। একই সঙ্গে হলফনামায় জাতিগত শংসাপত্র ছিল কিনা নির্বাচনী পর্যবেক্ষক সেবিষয়ে জানাতে চাননি বলেও তিনি অভিযোগ করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 12:46 PM IST