বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ TMC, চলছে প্রতিবাদ কর্মসূচি

Last Updated:

কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে দরবার করবে তৃণমূল ৷ দুপুর ২টোয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় অভিযোগ জানাবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা ৷

#নয়াদিল্লি: কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে দরবার করবে তৃণমূল ৷ দুপুর ২টোয় রাষ্ট্রপতি ভবনে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে যাবতীয় অভিযোগ জানাবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা ৷
রোজভ্যালি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তারকা সাংসদ তাপস পালের গ্রেফতারির প্রতিবাদে তিন রাজ্যে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ৷ একই সঙ্গে কেন্দ্রের নোট বাতিল ইস্যুতেও প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস ৷
রাষ্ট্রপতির কাছে দরবার ছাড়াও রাজধানীতে গান্ধি মূর্তির পাদদেশে চলছে তৃণমূল সাংসদদের ধর্ণা ৷ অন্যদিকে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনে বিক্ষোভের সঙ্গে সঙ্গে আরবিআই সামনেও চলছে ধর্ণা অবস্থান ৷ দলীয় সূত্রে খবর, ধর্ণার তৃতীয়দিন অর্থাৎ আজকে ধর্ণা মঞ্চে গিয়ে সাংসদ ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
রাজ্যের পাশাপাশি পড়শি রাজ্যের ভুবনেশ্বরেও সোমবার থেকেই শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি ৷ তাপস-সুদীপের গ্রেফতারির প্রতিবাদে ভুবনেশ্বরের সিবিআই দফতরের অনতিদূরে লোয়ার পিএমজি গ্রাউন্ডে ধর্নার বসেছেন তৃণমূলের সাংসদ, নেতা ও কর্মীরা ৷ এই বিষয় মাথায় রেখে CBI অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তৈরি করা হয়েছে ব্যারিকেড ৷
সোমবারই ভুবনেশ্বরের সিবিআই অফিসে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়-সুব্রত বক্সিরা। দল যে তাপস-সুদীপের পাশেই রয়েছে, সেই বার্তাই দেন তাঁরা।
advertisement
গেরুয়া শিবিরের রাজনৈতিক মোকাবিলায় দ্বিমুখী কৌশল তৃণমূলের। নোট বাতিলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পাল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিন কয়েকের ব্যবধানে গ্রেফতার করেছে সিবিআই। যাকে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেত্রী। যার মোকাবিলায় দ্বিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের দ্বিমুখী কৌশল
advertisement
- নোট বাতিলের প্রতিবাদে সোমবার কলকাতায় আরবিআই অফিসের বাইরে বিক্ষোভ
- তাপস-সুদীপের গ্রেফতারির প্রতিবাদে ধর্না সিজিও কমপ্লেক্সের বাইরে
- সুব্রত বক্সির নেতৃত্বে ধর্না তৃণমূল নেতা-কর্মীদের
- দলীয় সাংসদদের গ্রেফতারির প্রতিবাদ ভুবনেশ্বরেও
- মঙ্গলবার ভুবনেশ্বরের লোয়ার পিএনজি গ্রাউন্ডে ধর্না
advertisement
রবিবারই ভুবনেশ্বরে যান তৃণমূলের চার সদস্যের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য এবং মণীশ গুপ্ত। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে সিবিআই দফতরেও যান তাঁরা। কিন্তু প্রত্যেককে দেখা করার অনুমতি দেয়নি সিবিআই। শেষে সিবিআই আধিকারিকের উপস্থিতিতে ধৃত সাংসদের সঙ্গে দেখা করেন পার্থ চট্টোপাধ্যায়। দল যে তাপস-সুদীপের পাশে রয়েছে, সেই বার্তাই দেন তিনি।
advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সোমবার ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ সোমবার ম্যারাথন সওয়াল-জবাবে সুদীপের জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী। সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, বৃহত্তর ষড়যন্ত্রের রহস্যভেদে তাঁকে আরও জেরার প্রয়োজন। বেশকিছুক্ষণ অর্ডার রিজার্ভ রাখার পর, তৃণমূল সাংসদকে ১২ জানুয়ারি পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বরের সিবিআই আদালত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ TMC, চলছে প্রতিবাদ কর্মসূচি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement