TMC 21 July Shahid Dibas: কোভিড সংক্রমণের মাঝেই ২১ জুলাই তৃণমূলের সমাবেশ! ভিড়ে বিধি পালনের নির্দেশ আদালতের

Last Updated:

WB Coronavirus Update: আদালত জানিয়েছে, আগামিকালের জমায়েত থেকে যেন বেশি করে কোভিড সংক্রমণ না ছড়ায় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করুক রাজ্য।

21 July TMC Rally
21 July TMC Rally
#কলকাতা: দেশের এবং এই রাজ্যেরও কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক! এরই মধ্যে আগামিকাল, ২১ জুলাই উপলক্ষ্যে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসে ব্যাপক ভিড়ের আশঙ্কা। ২১ জুলাইয়ের সভার প্রেক্ষিতে আদালতের রাজ্যকে নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনেই সভা করতে হবে। একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কোভিড সংক্রমণ ফের বাড়ায় গত ৩০ জুন রাজ্যে একটি কোভিড বিধি জারি করে। সেই নির্দেশিকা মেনেই শহিদ দিবসের সভা করার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলকে। আদালত জানিয়েছে, আগামিকালের জমায়েত থেকে যেন বেশি করে কোভিড সংক্রমণ না ছড়ায় তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করুক রাজ্য। শান্তিপূর্ণ আবহাওয়ায় যেন সমাবেশ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে, নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
advertisement
advertisement
৩০ জুন রাজ্য স্বাস্থ্য দপ্তর যে নির্দেশিকা জারি করে, তাতে ঠিক কী কী রয়েছে?
  • অ্যাসিম্পটোমেটিক, সম্পূর্ণ টিকাকরণ যাদের হয়েছে এবং যারা বুস্টার ডোজ নিয়েছেন তাঁদেরই এই সমাবেশে অংশগ্রহণ করার কথা।
  • সবাই যেন সম্পূর্ণ টিকাকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন তার ওপর জোর দেওয়া উচিত। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।
  • স্বাস্থ্যকর্মীরা এবং ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ যেন সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • কোমর্বিডিটি যাঁদের রয়েছে তাঁরা যেন সম্পূর্ণ টিকা নিয়ে থাকেন।
advertisement
  • যাঁরা যেকোনও ধরনের সমাবেশেই অংশগ্রহণ করবেন তাঁরা যেন শারীরিক দূরত্ব মেনে চলেন, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন।
  • যেখানে মানুষের জমায়েত হবে, বাজার এবং গণপরিবহন যেন সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হয় এবং হাওয়া চলাচল যাতে হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • যেখানে মানুষের জমায়েত হবে সেখানে থার্মাল স্ক্রিনিং এবং উপযুক্ত স্যানিটাইজেশনের বন্দোবস্ত করতে হবে।
advertisement
অন্যদিকে আরও একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে রাজ্যকে। বেঞ্চ জানিয়েছে, ২১ জুলাই শহিদ দিবসের পর রাজ্যজুড়ে অশান্তি যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে রাজ্যকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC 21 July Shahid Dibas: কোভিড সংক্রমণের মাঝেই ২১ জুলাই তৃণমূলের সমাবেশ! ভিড়ে বিধি পালনের নির্দেশ আদালতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement