Suvendu Adhikari: ২১ জুলাই সভা করছে না বিজেপি! "রাত ৮ টায় সভায় আসবে কে?" প্রশ্ন শুভেন্দু অধিকারীর
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
21 July BJP Meeting Cancelled: শুভেন্দু বলেন, “আমাদের এই কর্মসূচির সঙ্গে তৃণমূলের ২১ জুলাইয়ের কোনও বিরোধ নেই! তবে, ওইদিন অন্য কোনও রাজনৈতিক দল সভা করতে পারবেনা, এই তো রাজ্যে গণতন্ত্রের নমুনা!”
#কলকাতা: আদালত তৃণমূল ও বিজেপিকে একই দিনে সভা করার অনুমতি দিলেও, ২১ জুলাইয়ের বিজেপির সভা বাতিল করে দিলেন খোদ শুভেন্দু অধিকারী! আগামিকাল, তৃণমূলের শহিদ দিবস পালনের দিনই বাউড়িয়াতে শুভেন্দু অধিকারীর সভা করার শর্তসাপেক্ষ অনুমতি দেয় আদালত। কিন্তু সেই সভাটিই বাতিল করে দিয়ে শুভেন্দু বলেন, “গত ২৬ জুন আমরা সিদ্ধান্ত নিই বিকেল ৪ টে থেকে সমাবেশ করার। প্রথমে আমরা নেতাজি সংঘের মাঠে সভা করার অনুমতি নিই গত ২৮ জুন। কিন্তু প্রশাসন, তৃণমূলের চাপে ৩ জুলাই সেই অনুমতি প্রত্যাহার করে।”
শুভেন্দু আরও জানান, ওই মাঠে সভা বাতিলের পরে নারিকেলতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি সহ নানা জায়গাতে বিজেপি সভা করার কথা ভাবলেও নাকি তৃণমূলের চাপে পড়ে কর্মকর্তারা পিছিয়ে যান। কেন ২১ জুলাইতেই সভা করতে হবে বিজেপিকে আদালত মঙ্গলবার এই প্রশ্নই করেছিল। বুধবার সভা বাতিল করে শুভেন্দু বলেন, “আমাদের এই কর্মসূচির সঙ্গে তৃণমূলের ২১ জুলাইয়ের কোনও বিরোধ নেই! তবে, ওইদিন অন্য কোনও রাজনৈতিক দল সভা করতে পারবেনা, এই তো রাজ্যে গণতন্ত্রের নমুনা!”
advertisement
advertisement
শুভেন্দু আরও বলেন, “আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলতে পারি শাসক দল তথা পুলিশের চাপে বিচারপতি বাধ্য হয়েছেন। আমরা বিচারপতির কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি, সভার অনুমতি দিয়েও যে শর্ত দিয়েছেন তাতে আসলে সভা হয় না।”
advertisement
যে মাঠে আদালত অনুমতি দিয়েছিল, অর্থাৎ বাউড়িয়া মনসাতলা অফিস মাঠ সভার উপযোগী নয় বলেই দাবি শুভেন্দুর। পাশাপাশি রাত আটটায় সভা হলে মানুষ আসবেন কীভাবে সে প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারী জানান, তিনি, কৈলাশ মিশ্র সকলেই হাওড়ার বাইরের জেলার বাসিন্দা। ফলে ২১ জুলাই তাঁদের আসার পরিস্থিতিই থাকবে না। তবে বিজেপি জানিয়েছে, আগামিকাল ২১ জুলাই দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে বিজয় উৎসব পালন করবে তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 20, 2022 7:25 PM IST