সাড়ে তিন বছরের অনাথ শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পারেন বৃদ্ধা ৷ এরপরেই অভিযোগ দায়ের করেন অশোকনাগর থানায় ৷

  • Last Updated :
  • Share this:

    #অশোকনগর: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক। ধৃতের নাম মলয় বসাক। অশোকনগর থানার গুমা কালিবাড়ি এলাকায় এক বৃদ্ধার বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন অভিযুক্ত মলয় বসাক। ঐ বৃদ্ধা সাড়ে তিন বছরের নাতনিকে নিয়ে এই বাড়িতেই থাকেন। বছর দেড়েক আগে তাঁর একমাত্র মেয়ে ও জামাই দাম্পত্য কলহের জেরে একসঙ্গে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে নাতনিকে নিয়ে বাড়ি ভাড়ার আয় দিয়েই চলতেন তিনি।

    আরও পড়ুন: বন্ডেজ সেক্স! উদ্দাম মুহূর্তে সঙ্গীকে জীবন্ত জ্বালিয়ে দিল প্রেমিকা

    এদিন সকালে পাশের বাড়িতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। সেই সময় নাতনি একা বাড়িতে ছিল। অভিযোগ, ভাড়াটিয়া মলয় বসাক সেই সময়ই সাড়ে তিন বছরের মেয়েটিকে ফাঁকা ঘরে একা পেয়ে যৌন নির্যাতন করেন। বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানতে পারেন বৃদ্ধা ৷ এরপরেই অভিযোগ দায়ের করেন অশোকনাগর থানায় ৷ দিদিমার অভিযোগের ভিত্তিতে মলয় বসাককে পকসো আইনে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবারই তাঁকে বারাসাত আদালতে তোলার কথা।

    First published:

    Tags: Arrest, Ashok Nagar, Sexual harrasment