দশমীর রাতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা শিয়ালদহে, মৃত ৩ পথচারী! রাজপথে রক্তগঙ্গা

Last Updated:

একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। বাংলাজুড়ে উৎসবের মরশুমে বিষাদের সুর। এক দিকে মালবাজারের হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। অন্য দিকে শহরে তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়।

#কলকাতা: দশমীর রাতে শিয়ালদহে দুই বাসের রেষারেষিতে বলি তিন জনের। আহত আরও তিন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে। পুজোর রাতে প্রতিমা ভাসান দেখে হেঁটে ফিরছিলেন একাধিক পথচারী। এমনই সময়ে বিদ্যাপতি সেতুতে একটি বাস পর পর ধাক্কা মারে ৬ জন পথচারীকে।
একের পর এক দুর্ঘটনা এবং প্রাণহানি। বাংলাজুড়ে উৎসবের মরশুমে বিষাদের সুর। এক দিকে মালবাজারের হড়পা বানে মৃত এখনও পর্যন্ত আট জন। অন্য দিকে শহরে তিন জনের মৃত্যু হল বাসের ধাক্কায়। বুধবার রাত ১টা বেজে ১০ মিনিটে শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে এই ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
মৃতদের নাম, অদিতি গুপ্ত (১৮), রাহুল কুমার প্রসাদ (৩০) এবং নন্দিনী কুমারী (২৩)। বাতি তিন আহত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। সূত্রের খবর, একই পরিবারের পাঁচ জনকে ধাক্কা মেরেছে সেই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অদিতি গুপ্তর। বাকি পাঁচ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়। বাকি তিন জনকে কোঠারি হাসতাপালে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে।
advertisement
ঘটনায় আটক করা হয়েছে দু'জনকে। তাঁদের মধ্যে এক জন বাসের কনডাক্টর এবং অন্য জন হেল্পার। চালক ঘটনাস্থল থেকেই পলাতক। বাজেয়াপ্ত করা হয়েছে বাসটিকেও।
বাংলা খবর/ খবর/কলকাতা/
দশমীর রাতে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা শিয়ালদহে, মৃত ৩ পথচারী! রাজপথে রক্তগঙ্গা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement