Jalpaiguri Flash Flood: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

Last Updated:

বুধবার রাতে মাল নদীতে দুর্গা পুজোর বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷

বুধবার রাতে এই জায়গাতেই চলছিল বিসর্জন৷
বুধবার রাতে এই জায়গাতেই চলছিল বিসর্জন৷
#রকি চৌধুরী, মালবাজার: জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৫ জন৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি৷ এখনও শিশু সহ অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ যদিও সকালে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷
বুধবার রাতে মাল নদীতে দুর্গা পুজোর বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷ মুহূর্তের মধ্যে নদী ছেড়ে নিরাপদ স্থানে উঠে আসার চেষ্টা করেন অনেকে৷ কিন্তু তার মধ্যেই অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ভেসে যান বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা৷ রাত পর্যন্ত নদী থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু৷ নিহতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন৷
জেলাশাসক আরও জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দল উদ্ধার কাজ চালাচ্ছে৷ দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরেও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
advertisement
রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইক দুর্ঘটনাস্থলেই ছিলেন৷ তিনি মাল বিধানসভা কেন্দ্রের বিধায়কও৷ তাঁর আশঙ্কা, এখনও অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে৷ মন্ত্রী জানিয়েছেন, প্রবল জলস্রোতে কিছু বুঝে ওঠার আগেই অনেকে ভেসে যান৷ ঘটনার সময় কয়েকশো মানুষ ওই জায়গায় উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মন্ত্রী৷
রাতেই মাল হাসপাতালে ভাঙচুরও চালান ক্ষুব্ধ বাসিন্দারা৷ পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাজ্যের বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে ঘটনায় শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য প্রশাসনকে অনুরোধও করেছেন তিনি৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Flash Flood: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement