Jalpaiguri Flash Flood: জলপাইগুড়ি বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ অনেকে! বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বুধবার রাতে মাল নদীতে দুর্গা পুজোর বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷
#রকি চৌধুরী, মালবাজার: জলপাইগুড়িতে বিসর্জন দিতে গিয়ে মাল নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৫ জন৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মৃতদের পরিবারের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন তিনি৷ এখনও শিশু সহ অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ যদিও সকালে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ৷
বুধবার রাতে মাল নদীতে দুর্গা পুজোর বিসর্জন দিতে ভিড় করেছিলেন বহু মানুষ৷ রাত সাড়ে আটটা নাগাদ আচমকা নদীতে হড়পা বান আসে৷ মুহূর্তের মধ্যে নদী ছেড়ে নিরাপদ স্থানে উঠে আসার চেষ্টা করেন অনেকে৷ কিন্তু তার মধ্যেই অন্তত কুড়ি থেকে পঁচিশ জন ভেসে যান বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ পৌঁছন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা৷ রাত পর্যন্ত নদী থেকে আটটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু৷ নিহতদের মধ্যে চারজন মহিলাও রয়েছেন৷
জেলাশাসক আরও জানিয়েছেন, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দল উদ্ধার কাজ চালাচ্ছে৷ দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরেও নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে৷
advertisement
রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী বুলু চিক বরাইক দুর্ঘটনাস্থলেই ছিলেন৷ তিনি মাল বিধানসভা কেন্দ্রের বিধায়কও৷ তাঁর আশঙ্কা, এখনও অনেকেই নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে৷ মন্ত্রী জানিয়েছেন, প্রবল জলস্রোতে কিছু বুঝে ওঠার আগেই অনেকে ভেসে যান৷ ঘটনার সময় কয়েকশো মানুষ ওই জায়গায় উপস্থিত ছিলেন বলেও জানিয়েছেন মন্ত্রী৷
রাতেই মাল হাসপাতালে ভাঙচুরও চালান ক্ষুব্ধ বাসিন্দারা৷ পরে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রাজ্যের বিরোধিতা দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইট করে ঘটনায় শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য প্রশাসনকে অনুরোধও করেছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2022 7:57 AM IST