জঙ্গি সন্দেহে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য, মিলল আরও বড় 'মাথা'র খোঁজ
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
২০০৯ সালে খুনের চেষ্টার অভিযোগ ধরা পড়েছিল কুরেশি। ২০১৪ সালে তালিবানি স্লোগান, ২০১৯ সালে অপর একটি মামলা-সহ মোট তিনটি মামলা আব্দুল কুরেশির বিরুদ্ধে রয়েছে। ২০১৯ সালে ছাড়া পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় জঙ্গি কার্যকলাপের প্রচারে সক্রিয় হয়ে ওঠে মধ্যপ্রদেশ থেকে ধৃত এই জঙ্গি।
#কলকাতা, অর্পিতা হাজরা: আব্দুল রাকিব ও সাদ্দামকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। এসটিএফের হাতে ধৃত জঙ্গি আব্দুল রাকিব কুরেশি ও সাদ্দামের গোপন বৈঠকে আসার কথা ছিল জঙ্গিদের তৃতীয় কোনও মাথার! কে সেই ব্যক্তি?
এসটিএফ সূত্রে খবর, ২০২২ সালের গত ডিসেম্বরে গোপন বৈঠক করার পরিকল্পনা করেছিল হাওড়া থেকে আইএস জঙ্গি সন্দেহ ধৃত সাদ্দামেরা। তাঁর সঙ্গে এই পরিকল্পনায় শামিল ছিল মধ্যপ্রদেশ থেকে ধৃত আবদুল রাকিব কুরেশিও। কিন্তু, পশ্চিমবঙ্গের বাইরে আয়োজিত এই বৈঠকে নাকি যোগ দিতেন জঙ্গি গোষ্ঠীর বড় কোনও মাথা। পরে সেই বৈঠক ২০২৩-এর জানুয়ারি মাসে পিছিয়ে দেওয়া হয়। তার আগেই অবশ্য কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্সের হাতে ধরা পড়ে যায় সাদ্দামেরা।
advertisement
advertisement
২০০৯ সালে খুনের চেষ্টার অভিযোগে ধরা পড়েছিল কুরেশি। ২০১৪ সালে তালিবানি স্লোগান, ২০১৯ সালে অপর একটি মামলা-সহ মোট তিনটি মামলা রয়েছে আব্দুল কুরেশির বিরুদ্ধে। ২০১৯ সালে ছাড়া পাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় জঙ্গি কার্যকলাপের প্রচারে সক্রিয় হয়ে উঠেছিল মধ্যপ্রদেশ থেকে ধৃত এই জঙ্গি।
advertisement
এসটিএফ গোয়েন্দারা মনে করছেন, এই কুরেশি-সাদ্দামেরা একা একা কাজ করত না। গোটা বিষয়টার পিছনে জড়িত রয়েছে জঙ্গিগোষ্ঠীর বড় কোনও মাথা। তবে আবদুল কুরেশি ও সাদ্দাম এর আগে মুখোমুখি হয়েছিল কি না, তা এখনও জানতে পারেনি পুলিশ। বর্তমানে গোয়েন্দারা তাদের মুখোমুখি বসিয়ে জেরা করছে।
advertisement
সূত্রের খবর, ২৬ জানুয়ারির আগে দেশে বড় ধরনের কোনও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল সদ্দামেরা। রাজ্যের বাইরের কোনও রাজনৈতিক, ধর্মীয় ব্যক্তি ছিল তাঁদের নিশানায়।
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 11:59 AM IST