#কলকাতা: শুরু হয়েছে প্রথম দফার ভোট। এক মাস ধরে চলবে বাংলার বিধানসভা নির্বাচন। আর ভোট মানেই গরমে রোদে লাইন দিয়ে নিজের পছন্দের প্রার্থীর জন্য ইভিএম-এ বোতাম টেপা। তাই অনেকেরই প্রশ্ন এই সময়ে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। জানা যাচ্ছে আপাতত গরমের হাত থেকে রেহাই নেই।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুদিকেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গরমের সঙ্গে অস্বস্তিও বজায় থাকবে। তাপমাত্রার পারদ উপর দিকে থাকলেও শুষ্কতা থাকবে যথেষ্ট। ঘাম ঝরবে না। কিন্তু অস্বস্তি থাকবে।
পাশাপাশি আবহাওয়া দফতরের দাবি, শনিবার গাঙ্গেয় পশ্চিমের অধিকাংশ জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আজ পূর্ব মেদিনীপুরের কিছু কেন্দ্রতেও চলছে ভোট। আর সেই পূর্ব মেদিনীপুরেও চলতে পারে তাপপ্রবাহ, জানাচ্ছে হাওয়া অফিস।
কিন্তু কেন এই শুষ্ক গরম? জানা যাচ্ছে সাধারণত বঙ্গোপসাগরের উপরে একটি হাইপ্রেশার জোন থাকে যা এই মুহূর্তে নেই। সেই জন্যই এই শুষ্ক আবহাওয়া। শনিবার সর্বাধিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শুষ্কতা বেশি থাকায় এবং কিছু জায়গায় তাপপ্রবাহ চলায়, চিকিৎসকরা প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন।
একদিকে ভোটের পারদ উর্ধ্বমুখী। অন্যদিকে কাঠফাটা গরম। দোসর হয়েছে শুষ্ক হাওয়া। তাই ভোট দিতে গিয়ে যে বাংলাপর মানুষ নাজেহাল হবে তা বলাই বাহুল্য।