Cricket Tournament: আইপিএলের ধাঁচে বান্দোয়ানে জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! উঠতি ক্রিকেটারদের জন্য দারুণ মঞ্চ, পুরস্কারে ট্রফির পাশাপাশি হাজার হাজার টাকা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Cricket Tournament: বিজয়ী দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্স দল পেয়েছে নগদ ৩৫ হাজার টাকা ও ট্রফি। তৃতীয় স্থানাধিকারী দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
বান্দোয়ান, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে বিগত পাঁচ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বান্দোয়ান বিধানসভা প্রিমিয়ার লিগ। একেবারে আইপিএলের ধাঁচে এখানে পাঁচ দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট হয়। বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেনের হাত ধরে একসময়ের মাও অধ্যুষিত এলাকার যুবকদের নিয়ে এই ক্রিকেট খেলার সূচনা হয়েছিল। এই বছর বান্দোয়ান ব্লক মাঠ চত্বরে পঞ্চম সিজন অনুষ্ঠিত হচ্ছে। এই ক্রিকেট টুর্নামেন্ট মোট ১২টি টিমের মধ্যে খেলা হয়। সমস্ত খেলোয়াড়রা বান্দোয়ান বিধানসভা এলাকার যুবক।
এই টুর্নামেন্ট মোট ১৮০ জন খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পাঁচ দিনের এই টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ হয়। তাঁদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বরাবাজার ভিলেজ ফাইটার। রানার্স হয়েছে বোর এসজিআরএম। বিজয়ী দলকে নগদ ৪৫ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। রানার্স দল পেয়েছে নগদ ৩৫ হাজার টাকা ও ট্রফি। তৃতীয় স্থানাধিকারী দলকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পথশ্রী প্রকল্পের জয়জয়কার! হরিরামপুরে একসঙ্গে তিনটি রাস্তার কাজের উদ্বোধন, নতুন বছরে পাল্টে যাবে এলাকার চেহারা
বিজয়ী দলের সদস্য আব্বাস আনসারী জানান, এই প্রথমবার তাঁদের টিম বান্দোয়ান বিধানসভা প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করল। এই মাঠে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ছিল। সেটা পূরণ হয়েছে। এতে তাঁরা ভীষণ খুশি। আগামীদিনে এই ধরনের খেলা হলে আরও প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে বলে মনে করেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন এই বিষয়ে বলেন, সারা বছর জঙ্গলমহলের ক্রিকেটাররা এই খেলার অপেক্ষায় থাকে। এই মাঠ থেকে বহু ক্রিকেটার উঠে এসেছে। শুধু পড়াশোনার মধ্যে দিয়ে ভবিষ্যতের ভিত মজবুত হয় না, খেলাধূলার মধ্যে দিয়েও কেরিয়ার তৈরি করা যায়। সেই বার্তাই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চান তিনি। আগামীদিনে গোটা জেলা জেলার খেলোয়াড়দের নিয়ে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের পরিকল্পনা রয়েছে তাঁর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 27, 2025 6:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cricket Tournament: আইপিএলের ধাঁচে বান্দোয়ানে জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! উঠতি ক্রিকেটারদের জন্য দারুণ মঞ্চ, পুরস্কারে ট্রফির পাশাপাশি হাজার হাজার টাকা









