SIR Hearing Update: শুনানিতে হয়রানি কমাতে প্রথম দিনের শেষেই জোড়া সিদ্ধান্ত, স্বস্তি কাদের? জানাল কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
এসআইআর-এ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ দিন থেকেই জেলায় জেলায় ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে৷
২০০২-এর ভোটার তালিকায় নাম রয়েছে৷ অথচ নির্বাচন কমিশন বিএলও-দের নথি যাচাইয়ের জন্য যে অ্যাপ দিয়েছে, তাতে সেই ভোটারের নাম নেই৷ এমন বহু ভোটারকেই প্রথম দিন শুনানির জন্য ডেকেছিল নির্বাচন কমিশন৷ ফলে অযথা হয়রানির অভিযোগ তুলেছিলেন ভোটাররা৷ এই ধরনের ভোটারদের আর শুনানিতে ডাকা হবে না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদেরও এই নির্দেশ দিয়েছে কমিশন৷
জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই কমিশনের এই সংক্রান্ত বিশদ নির্দেশিকা পৌঁছে গিয়েছে৷ সেখানে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটারদের শুনানিতে ডেকে পাঠানোর জন্য যদি এই ধরনের নোটিস ইস্যু হয়ে থাকে তাহলে সেই নোটিশ ইআরও, এইআরও- দের কাছেই রেখে দিতে হবে৷ প্রযুক্তিগত সমস্যার কারণেই ২০০২-এর ভোটার তালিকায় নাম থাকলেও বিএলও অ্যাপে অনেক ভোটারের নাম নেই বলে কমিশনের পক্ষ থেকে জেলাশাসকদের জানানো হয়েছে৷
advertisement
এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের হয়রানি কমাতেও পদক্ষেপ করেছে কমিশন৷ ৮৫ বছর অথবা তার ঊর্ধ্বে বয়স এমন যে ভোটারদের শুনানিতে ডাকা হয়েছিল, তাঁদের শুনানি বাড়ি গিয়েই করবে কমিশন৷ এ বিষয়েও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে৷
advertisement
এসআইআর-এ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ দিন থেকেই জেলায় জেলায় ভোটারদের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে৷ ২০০২-এর তালিকায় নাম রয়েছে অথচ বিএলও অ্যাপে নাম না থাকায় অনেক ভোটারকেই প্রথম দিনের শুনানিতে ডাকা হয়৷ এর পাশাপাশি দূর দূরান্ত থেকে প্রবীণ নাগরিকদের শুনানিতে হাজিরা দিতে আসার ক্ষেত্রেও অসুবিধার অভিযোগ ওঠে৷ তার পরই দ্রুত পদক্ষেপ করল কমিশন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 27, 2025 6:46 PM IST










