কারা দফতরের সিদ্ধান্তে ২৭ জন যাবজ্জীবন বন্দির সাজা মাফ !
- Published by:Piya Banerjee
Last Updated:
এই নিয়ম মেনেই এখনও পর্যন্ত ১০১ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়ে গেছে।
#কলকাতা: ভুল তো মানুষ মাত্রই হয়। কিন্তু সে ভুলের মাশুল যে সারা জীবন ধরে দিয়ে যেতে হয়। কিন্তু কখনও সেই ভুলের মাশুল কিছুটা কম দিতে হতে পারে। ফৌজদারি কার্যবিধি ৪৩২ নম্বর ধারা অনুযায়ী যেসকল সাজাপ্রাপ্ত বন্দিদের জেলে ব্যবহার ভাল, রাজ্য সেনটেন্স রিভিউ বোর্ড যে টি রাজ্য স্বরাষ্ট্র দফতরের সচিব এবং সংশোধন দফতরের কর্তাদের নিয়ে তৈরি হয়, তারা এই বন্দি দের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আগেই ছিল এই নিয়ম যার সুবিধা এই বছর পাচ্ছেন ২৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। এই একই নিয়মে এখনও পর্যন্ত ১০১ জন বন্দি মুক্তি পেয়েছেন আগেই। এই ২৭ জন বন্দির মধ্যে রয়েছেন দুজন মহিলা বন্দি। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়েছেন সাজাপ্রাপ্ত বন্দিরা এবং সাধারণ মানুষও। রাজ্য কারা দপ্তরের ডিজি অরুন গুপ্ত জানিয়েছেন যে "আমাদের তালিকায় আরো ৪০ জন বন্দি রয়েছে। এরা সকলেই নিয়মিত সংশোধন প্রক্রিয়া সঙ্গে যুক্ত এবং এদের ব্যবহার খুব ভাল হওয়ায়, এদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।" কারাগারের ধারণা একটু একটু করে বদলেছে, কারাগার হয়েছে সংশোধনাগার। আর সেই সংশোধনাগারের অন্যতম উধারণ নাইজেল আকারা। বন্দি জীবন থেকেই আজ অনেকেই দেখছেন সুস্থ জীবনের মুখ। অনেকেই কারাগারে বসে পরীক্ষা দিয়ে সুধরে নিচ্ছেন নিজের জীবন। সত্যিই বদলের পথে হাঁটছেন সকলে।
advertisement
SHALINI DATTA
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 10:03 PM IST