শাহ-মমতা মুখোমুখি বৈঠকের সম্ভাবনা, কী দাবিপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে তরজা

Last Updated:

শুক্রবারই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার নবান্ন সভাঘরে সকাল ১১ টা থেকে ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠক হবে।

#কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকের সম্ভাবনা। ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকের পরেই দুজনের মুখোমুখি বৈঠকে সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। তার প্রস্তুতিও নিয়ে রেখেছে নবান্ন এর শীর্ষ মহল। মূলত রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলি নিয়ে রাজ্যের কী অবস্থান তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে বেশ কিছু দাবি পত্র তুলে দিতে পারেন বলেই সূত্রের খবর। যদিও ইস্টার্ন সিকিউরিটি জোনাল কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে বলার জায়গা থাকছে। তবুও বৈঠকের পরে কিছু সময় পৃথকভাবে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
অন্যদিকে আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ মার্চের মধ্যেই শেষ করতে রাজ্যকে ইতিমধ্যেই বলেছে কেন্দ্র। গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদিকে এই আর্জি জানান। ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়েই এই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে। ২৫৭ কিলোমিটার জুড়ে আর্ন্তজাতিক সীমান্তে ১৮৬ কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়ার জমি মিললেও ৭০ কিলোমিটারের কাজে এগোচ্ছে না জমি না পাওয়ায়। রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে।
advertisement
আরও পড়ুন: লালন মৃত্য়ু রহস্য়ে পুলিশের এফআইআর-কে চ্য়ালেঞ্জ, হাইকোর্টে সিবিআই! আজই শুনানি
নবান্ন সূত্রের খবর, রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিয়েই এই বৈঠক। ভারত - বাংলাদেশ সীমানা বরাবর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজটি দ্রুত সম্পন্ন হোক, তার উপরও কেন্দ্রের তরফে গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমা মেনে আগামী মার্চের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজটি শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তে চোরা চালান, অনুপ্রবেশ ইত্যাদি রুখতে বি এস এফের ভূমিকা ও দায় দ্বায়িত্বের বিষয়েও মত বিনিময় হয়।
advertisement
advertisement
উল্লেখ্য, শনিবার ইস্টার্ন জোনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক হতে চলেছে রাজ্যে। নবান্ন সভাঘরে এই বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা। তার আগেই সোমবারের বৈঠককে কাঁটা তারের বেড়ার কাজে জমি সংক্রান্ত বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী সকাল ১১টা থেকে নবান্ন সভাঘরে দুপুর ১.৩০ পর্যন্ত থাকলেও এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এর জল্পনা ও শুরু হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
শাহ-মমতা মুখোমুখি বৈঠকের সম্ভাবনা, কী দাবিপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী? তুঙ্গে তরজা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement