#কলকাতা: করোনা সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি’তে ভরতি হন চিনা নাগরিক। তারপর থেকেই আশঙ্কায় ছিল শহর কলকাতা। কলকাতাতেও কী এবার হানা দিল করোনা ভাইরাস? পরীক্ষা-নীরিক্ষার পর চিকিৎসকরা জানালেন, ওই মহিলা করোনা আক্রান্ত নন। বেলেঘাটা আইডি’তে ভরতি চিনা নাগরিক৷ করোনা সংক্রণের প্রমাণ নেই৷ রক্তপরীক্ষার পর জানালেন চিকিৎসকরা৷
চিনা নাগরিকের মাধ্যমেও কলকাতাতেও কী ঢুকে পড়ল করোনা ভাইরাস? বেলেঘাটা আইডি’তে এক চিনা নাগরিক ভরতি হওয়ার পরই শহর জুড়ে আশঙ্কা। রোগীর যাবতীয় পরীক্ষার পর স্বস্তির খবর এল। চিকিৎসকরা জানালেন, চিনা নাগরিক করোনায় আক্রান্ত নন৷ তাঁর দেহে করোনার উপসর্গ মেলেনি৷
জো হুয়ামিন নামের চিনা পর্যটক গত ২৪ তারিখ কলকাতায় আসেন। পরে সর্দি, কাশি নিয়ে এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। পরে তাঁকে বেলেঘাটা আইডি’তে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। সর্দি- কাশি, মাথার যন্ত্রণা ও সামান্য জ্বর ছিল৷ এছাড়া আর অন্য কোনও সমস্যা ছিল না৷
করোনার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে সোমবার বেলেঘাটা আইডি’র সুপারের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সোমবার বেলেঘাটা আইডিতে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাও। কলকাতা বিমানবন্দরেও যাবতীয় প্রস্তুতি রাখা হচ্ছে। এখানে স্ক্রিনিংয়ে কাউকে চিহ্নিত করা হলে সোজা বেলেঘাটা আইডি’তে আনা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Kolkata