Primary Teacher Recruitment | TET: শুরু হয়ে গেল টেট-এর ফর্ম ফিল আপ! কোন ওয়েবসাইট থেকে আবেদন, কী কী নিয়ম বদল, জেনে নিন একেবারে..

Last Updated:

গত বছর ডিসেম্বরেও প্রাথমিকের টেট নিয়েছিল পর্ষদ। তার ফলাফল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছিল। এক বছরের মাথায় ফের টেট নিতে চলেছে পর্ষদ। তবে পরপর দু’বছর টেট হলেও নিয়োগ কোথায়? তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। যদিও বুধবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

কলকাতা: আগামী ১০ ডিসেম্বর রাজ্যে হতে চলেছে চলতি বছরের প্রাইমারি টেট। বুধবারই তা ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। বৃহস্পতিবার অর্থাৎ, আজ সন্ধ্যে ৭ টা থেকে শুরু হতে চলেছে প্রাথমিকের টেটের অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া।
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, www.wbbprimaryeducation.org এই ওয়েবসাইট মারফত ইচ্ছুক প্রার্থীরা আবেদন পত্র তুলতে পারবেন এবং জমা দিতে পারবেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে প্রার্থীরা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু ভাষার মধ্যে যে কোনও একটি ভাষা প্রথম ভাষা হিসাবে নির্বাচন করতে পারবেন। তবে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বাধ্যতামূলক। আগামী তিন সপ্তাহ চলবে এই আবেদন গ্রহণ। কারও পেমেন্টের সমস্যা হলে ফের দিন বাড়ানো হতে পারে।
advertisement
আরও পড়ুন: ছাত্রী হেনস্থা, দুর্নীতি, রাজনৈতিক যোগের অভিযোগ! রাজ্যপালকে আইনি নোটিস পাঠালেন ক্ষুব্ধ প্রাক্তন উপাচার্যেরা
তবে সুপ্রিম কোর্টের নির্শদে অনুযায়ী, বি.এড উত্তীর্ণরা এবছর প্রাথমিকের টেটের জন্য আবেদন করতে পারবেন না। ইতিমধ্যেই বুধবার তা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। কিন্তু, যাঁদের চার বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশনের ডিগ্রি রয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মূলত, এনসিটিই এর গাইডলাইন মেনেই এই টেট নেওয়া হচ্ছে বলেই বুধবার জানিয়েছেন পর্ষদ সভাপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। তারমধ্যে ৬০ শতাংশ নম্বর পেলেই সেই প্রার্থীকে টেট উত্তীর্ণ বলা হবে। গতবারের মতো এবারও ওএমআর শিট ও প্রশ্নপত্রের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা৷
গত বছর ডিসেম্বরেও প্রাথমিকের টেট নিয়েছিল পর্ষদ। তার ফলাফল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছিল। এক বছরের মাথায় ফের টেট নিতে চলেছে পর্ষদ। তবে পরপর দু’বছর টেট হলেও নিয়োগ কোথায়? তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। যদিও বুধবার পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে।
advertisement
আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত হবে টেট। গত বছর যে পদ্ধতিতে প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল একইভাবেই এবারেও প্রাথমিকের টেট নেওয়া হবে। ফ্রিস্কিং, বায়োমেট্রিক এর ব্যবহারের পাশাপাশি আরও কয়েক দফা নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে পরীক্ষাকেন্দ্রগুলিতে৷ তেমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Teacher Recruitment | TET: শুরু হয়ে গেল টেট-এর ফর্ম ফিল আপ! কোন ওয়েবসাইট থেকে আবেদন, কী কী নিয়ম বদল, জেনে নিন একেবারে..
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement