Kolkata Police: দু'প্রান্তের আন্দোলন, অভিযানে শহর অচল, পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ!

Last Updated:

TET Agitation: চাকরি প্রার্থীদের আন্দোলন কলকাতা শহরে সপ্তাহের বেশির ভাগ দিনই থাকে। তবে বুধবারের ঘটনায় পুলিশের অবহেলা ধরা পড়েছে।

#কলকাতা: সকাল থেকে দুপুর পর্যন্ত রীতিমতো ধুন্ধুমার শহরের দুই প্রান্তে।হাজরা মোড় থেকে টেট চাকরিপ্রার্থীদের কালীঘাট যাওয়ার অভিযান।অন্যদিকে বাবুঘাট থেকে নেতাজি ইন্ডোর পর্যন্ত এসএলএসটি প্রার্থীদের অভিযান, প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি।
বুধবার সারাদিনে দুটি জায়গাতেই পুলিশের ইন্টেলিজেন্স ফেল করেছে বলে অভিযোগ। পুলিশ প্রথমেই বোকা বনে গিয়েছে প্রত্যেকটি জায়গাতে।
আরও পড়ুন- মোদিকে চিঠি, প্রয়োজনে পড়ুয়াদের জন্য দিল্লি যাবেন মমতা! পথ দেখাবেন মুখ্যমন্ত্রী?
সকাল দশটা। টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিক্ষিপ্তভাবে দু-চারজন হাজরা মোড়ে জড়ো হতে শুরু করেন। পুলিশ যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে থেকে ৫-৬ জনকে প্রথমে আটক করে।
advertisement
advertisement
পুলিশ ভেবেছিল, আর কেউ আসবে না। কিন্তু দেখা গেল খানিকক্ষণ পরে কালীঘাটের দিক থেকে একটা মিছিল করে ১০০ জনের মতো হাজরা মোড়ের দিকে আসে। সঙ্গে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা চাকরিপ্রার্থীরাও জড়ো হয়।
সেই সময় পুলিশ সামান্য কিছু ফোর্স নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। হাজরা মোড় ব্যস্ততম জায়গায়। কিছুটা দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি। সেখানে আধ ঘন্টার বেশি অবরোধ-বিক্ষোভ চলে। যদিও পুলিশ সবাইকে আটক করে নিয়ে যায়। তার মধ্যে একজন বেশ অসুস্থ হয়ে পড়ে।
advertisement
অন্যদিকে বাবুঘাটে এসএলএসটি চাকরি প্রার্থীরা যখনই হাওড়ার দিক থেকে নদী পার হয়ে আসে, তখন কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে।যেহেতু শিক্ষিতরা আন্দোলন করছে, তাই তাঁরা আন্দোলনের আদল পাল্টে ফেলেন মুহূর্তে।
নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী এসেছিলেন। তাই আন্দোলনকারীরা ইডেনের সামনের মাঠ থেকে অতি দ্রুত মিছিল করে প্রায় নেতাজি ইন্ডোর সামনাসামনি এসে পৌঁছায়। এক্ষেত্রে পুলিশ গা-ছাড়া দিয়েছিল। যদিও শেষমেশ ম্যানেজ করে পুলিশ।
advertisement
গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় রাজু দাস নামে একজন গাড়ি থেকে পড়ে যায়। তাঁকে পুলিশ হাসপাতালের দিকে নিয়ে যায়।  আশ্চর্যের বিষয়, দুটি ঘটনার ক্ষেত্রে পুলিশের ইন্টেলিজেন্সের ব্যর্থতা দেখা যায়।
আরও পড়ুন- বউ ফিরে পেলেন প্রেমিক স্বামী, ত্রাতা হাইকোর্ট! মেয়ের পরিবারকে ধমক বিচারপতির
কোনও জায়গাতে পুলিশ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখেনি। যার ফলে অসুস্থদের খুব খারাপ অবস্থাতেই হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছিল পুলিশকে।  অনেকের প্রশ্ন, ইদানিংকালে প্রতিবাদ সভা ও মিছিল দুটি ক্ষেত্রেই কতিপয় মানুষ এসে শহরকে বিলম্বিত করছে। সেক্ষেত্রে পুলিশ প্রথমে দর্শকের ভূমিকায় থাকছে কেন?
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: দু'প্রান্তের আন্দোলন, অভিযানে শহর অচল, পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ!
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement