SSC | Kolkata High court: "প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব", কমিশনকে আবারও হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার, কিন্তু কেন?

Last Updated:

২০১১ সালে প্রাথমিক টেট নিয়ে একটি মামলার শুনানি ছিল এদিন। মামলাকারী দাবি করেছিলেন, টেট এর প্রশ্নপত্রে একটি প্রশ্ন ভুল দেওয়া ছিল। সেই প্রশ্ন ভুল মামলায় ৮৩ জনকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

কলকাতা: এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আগামী শুক্রবার ২৪ মার্চ রিপোর্ট সহ তাঁকে হাজিরা দিতে হবে আদালতে। নির্দেশ দিলেন বিচারপতি। এরপরেই বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, "আদালতের সঙ্গে খেলবেন না। আপনারা নিয়োগ করছেন,আবার আপনারাই ভুল প্রশ্ন করছেন? সব পরিকল্পিত।"
২০১১ সালে প্রাথমিক টেট নিয়ে একটি মামলার শুনানি ছিল এদিন। মামলাকারী দাবি করেছিলেন, টেট এর প্রশ্নপত্রে একটি প্রশ্ন ভুল দেওয়া ছিল। সেই প্রশ্ন ভুল মামলায় ৮৩ জনকে বাড়তি নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, এই ৮৩ জন ছাড়াও আরও অনেককে নম্বর দিয়েছিল কমিশন। কমিশনের দেওয়া এই রিপোর্টে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা।
advertisement
advertisement
ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, "বলতে দ্বিধা নেই, একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে খেলছে কমিশন। কমিশনের প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। এই আচরণের জন্য জনমানসে কমিশনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।"
advertisement
এখানেই শেষ নয়। এবার কমিশনের যাবতীয় নিয়োগ বাতিল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন বিচারপতি। বলেন, "প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। এসএসসি সব নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি সন্দেহ করছি। আগেও বলেছিলাম নিয়োগে দুর্নীতি হয়েছে। কমিশন এখনও সেই পথেই হাঁটছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC | Kolkata High court: "প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব", কমিশনকে আবারও হুঁশিয়ারি বিচারপতি রাজাশেখর মান্থার, কিন্তু কেন?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement