রাত বাড়তেই বাড়ছে উত্তাপ! দলে দলে টেট বিক্ষোভে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে।
#কলকাতা: হঠাৎই রাতে উত্তাপ বাড়ছে টেট বিক্ষোভ নিয়ে৷ পরপর একাধিক পুলিশি অনুরোধের পরেও বিক্ষোভস্থল ছেড়ে যাননি চাকরীপ্রার্থীরা৷ তার পরেই খবর পাওয়া যায়, রাতেই করুণাময়ীতে আন্দোলনকারীদের পাশে থাকতে পৌঁছে গিয়েছেন বিজেপি যুব মোর্চার নেতারা৷ পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ, তরুণজ্যোতি তিওয়ারি৷ আরও অনেক যুবনেতাও এসেছেন৷ এ দিকে তার অনেক আগেই আন্দোলনস্থলে পৌঁছে গিয়েছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷ তাঁর সঙ্গে দলীয় নেতৃত্বও সেখানে উপস্থিত হন৷ ওই সময়েই, ২০১৪ সালের চাকরীপ্রার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিজেপির দলীয় নেতৃত্বকে৷
তার কিছুক্ষণের মধ্যেই খবর মেলে, অধীর চৌধুরীর নির্দেশ পেয়ে আন্দোনলস্থলে যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধিদলও৷ কৌস্তভ বাগচি-সহ অনেকেই সেখানে পৌঁছে গিয়েছেন বলে খবর৷ এর আগে ২০১৪ সালের আন্দোলনকারীদের জরুরি মামলার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি৷ সেই নিয়ম মেনেই শুক্রবার সকাল দশটায় খুলবে আদালত৷ সেখানে জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'কোনও বিরোধ নেই'... ! সিঙ্গুর নিয়ে দলীয় মুখপত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস
চারদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র (এপিসি) ভবনের সামনে টেট পাশ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের আমরণ অনশন চলছে। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। ইতিমধ্যেই অনশনের ৪৭ ঘণ্টা, ধর্নার ৬৮ ঘণ্টা পার হয়েছে। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক আন্দোলনকারী। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দু’-দু’বার ইন্টারভিউ দিয়েছেন, ফের ইন্টারভিউ দিতে নারাজ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 12:23 AM IST