'কোনও বিরোধ নেই'... ! সিঙ্গুর নিয়ে দলীয় মুখপত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
TMC On Singur: শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী উপলক্ষে এক সভায় সিঙ্গুর প্রসঙ্গ তুলে এনেছে তৃণমূল কংগ্রেস।
#কলকাতা: টাটা গোষ্ঠীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও বিরোধ নেই৷ সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। তাদের দলীয় মুখপত্রে 'ভুল নীতি' সংক্রান্ত এক শিরোনামে সিঙ্গুর বা টাটা সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
প্রসঙ্গত, শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী উপলক্ষে এক সভায় সিঙ্গুর প্রসঙ্গ তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, " এটা পুরনো কথা, কিন্তু বাস্তব কথা। বাংলায় টাটা শিল্প গোষ্ঠীকে তৃণমূল কংগ্রেস নয়, তাড়িয়েছে সিপিআইএম তথা বামেরাই।
advertisement
advertisement
এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে, "সত্যি কথাটা বোধহয় শুনতে মন চাইছে না বিরোধীদের। এমনিতেই বিরোধীদের স্বভাব হল, সরকার ভাল করুক কিংবা তাদের মন মতো না হোক, সমালোচনা করতে হবে। না হলে যে পেটের ভাত হজম হবে না! কিন্তু সমালোচনারও তো একটা যৌক্তিক দিক থাকে। সেটাও হারিয়ে যেতে বসেছে বিরোধীদের চিন্তাশক্তি থাকে। একটা কথা মাথায় রাখতে হবে, টাটা গোষ্ঠীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিবাদের কোনও প্রশ্নই নেই। থাকবেই বা কেন? সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব নয় তাই বেসরকারি পথে যেতেই হয়।"
advertisement
দলীয় মুখপত্রের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, "সিপিএমের যেটা ভুল ছিল তা হল নীতিতে। জোর করে কৃষিজমি দখল, সন্ত্রাস। তৃণমূল কংগ্রেসের আমলে কিন্তু একজনের থেকেও জোর করে জমি নেওয়া হয়নি, প্রশ্নই ওঠে না। জমি নীতি তৈরি হয়েছে। শিল্পের জন্য জমি নিতে হবে। কিন্তু লাঠি-গুলি চালিয়ে জোর করে কেন বেসরকারি হাতে দিতে হবে? কৃষক ও কৃষিভিত্তিক যাঁদের জীবনযাত্রা তাঁদের কথা ভাবা হবে না? সেই সময় এই সন্ত্রাসের বিরুদ্ধে তাই কৃষিজমি রক্ষা কমিটি তৈরি হয়েছিল। আন্দোলন হয়েছিল। টাটা একটি বেসরকারি সংস্থা। তারা এখনও বাংলার বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে চলেছে। কোনও অসুবিধা তো নেই! কিন্তু সেদিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সিপিএমের ভুল নীতির কারণেই। টাটাকে সরতে হয়েছিল সিপিএমের নীতির কারণেই। আর এটাই তো বলতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2022 5:18 PM IST