ভোট জট কাটল, আগামী বছর ফেব্রুয়ারিতেই ছাত্র সংসদ নির্বাচন মেডিক্যাল কলেজে

Last Updated:

আজ সকাল ১১ টা নাগাদ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন তৃণমূলের সাংসদ  চিকিৎসক শান্তনু সেন। তিনি যোগ দিতে এলে শান্তনু সেনকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় আন্দোলনকারী পড়ুয়ারা

# কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াদের অবশেষে দাবিপূরণ। দীর্ঘ সময় মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান আন্দোলনের পর মেডিক্যাল কলেজ হাপাতালের ডাক্তারি ছাত্র ছাত্রীদের দাবি মানল কলেজ কাউন্সিল। বৃহস্পতিবার জানানো হয়, আগামী বছর ফ্রেব্রুয়ারি মাসের মধ্যেই হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন। রাজ্যের অন্যতম প্রাচীন মেডিক্যাল কলেজের পড়ুয়াদের দাবি মেনে নির্বাচন পরিচালনা করবে মেডিক্যাল কলেজ কাউন্সিল কর্তৃপক্ষ।
ছাত্র সংসদের ভোট করানোর দাবিতে বেশ কয়েকদিন  ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। বাম ছাত্রদের একাংশ রাতভর ঘেরাও করে মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারকে। অবশেষে কাটল জট। ছাত্র ইউনিয়ন নির্বাচন নিয়ে এদিন কলকাতা মেডিক্যালে কলেজ কাউন্সিলের বৈঠক বসে। গতকাল থেকে চলা এই বৈঠকে যোগ দিতে আসা কাউন্সিলের সদস্যরা ঘেরাও হয়েছিল। সদস্যদের ঘেরাও করে রাখে মেডিক্যাল পুড়ুয়াদের একাংশ। আজ সকাল ১১ টা নাগাদ কাউন্সিলের বৈঠকে যোগ দিতে আসেন তৃণমূলের সাংসদ  চিকিৎসক শান্তনু সেন। তিনি যোগ দিতে এলে শান্তনু সেনকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় আন্দোলনকারী পড়ুয়ারা। বিরোধিতার জেরে আধঘণ্টা বৈঠক করেই বেরিয়ে যেতে বাধ্য হন শান্তনু সেন। টানা ঘেরাওয়ের ফলে অসুস্থ কাউন্সিলের এক সদস্য। শেষমেশ বৈঠকে শেষে সিদ্ধান্ত হয়, আগামী বছর ফেব্রুয়ারির মধ্যেই ভোট হবে।'
advertisement
advertisement
২০১৬ সালে মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের ভোটে জয়ী হয় তৃণমূল ছাত্র পরিষদ। তারপর থেকে আর ছাত্র সংসদের ভোট হয়নি। অভিযোগ, একাধিকবার ভোট করানোর দাবি জানালেও মিলেছে শুধুই আশ্বাস। এর আগে মঙ্গলবার, ফের ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দাবিতে সরব হন মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টা থেকে শুরু করে রাতভর হাসপাতাল সুপার, ডেপুটি সুপার-সহ ৫ চিকিৎসক অধ্যাপককে ঘেরাও করে চলে বিক্ষোভ। সমস্যা মেটাতে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকায়, প্রায় ২৫ ঘণ্টা পর বুধবার দুপুরে ঘেরাওমুক্ত হন আধিকারিকরা। কিন্তু সেই বৈঠকেও সমাধান সূত্র না মেলায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়াদের একাংশ। ঘেরাও করা হয় সুপার, ডেপুটি-সুপার সহ কলেজ কাউন্সিলের সদস্যদেরও। ছাত্র সংসদের ভোট কবে হবে? লিখিতভাবে না জানালে ঘেরাও-বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভোট জট কাটল, আগামী বছর ফেব্রুয়ারিতেই ছাত্র সংসদ নির্বাচন মেডিক্যাল কলেজে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement