Teacher Recruitment: শিক্ষক নিয়োগ বিতর্কে বড় পদক্ষেপের পথে রাজ্য, এবার ১০ বছর সংরক্ষণ হবে OMR শিট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Teacher Recruitment: নিয়োগ দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্তের পথে রাজ্য। শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করা হবে এবার ১০ বছর! অন্তত তেমনটাই বিধি প্রস্তুত করতে চলেছে রাজ্য।
কলকাতা: নিয়োগ দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্তের পথে রাজ্য। শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ করা হবে এবার ১০ বছর! অন্তত তেমনটাই বিধি প্রস্তুত করতে চলেছে রাজ্য।
শিক্ষক নিয়োগের জন্য নয়া বিধিতে ওএমআর শিট সংরক্ষণের নিয়ম হিসেবে দু’বছর সংরক্ষণ করার প্রস্তাব দেয় এসএসসি। এই প্রস্তাবের সঙ্গে একমত নয় রাজ্য। দুই বছরের বদলে দশ বছর সংরক্ষণ করে রাখার পক্ষপাতী রাজ্য।
advertisement
advertisement
প্রধান শিক্ষক নিয়োগের বিধি নিয়েও তেমনটাই মত রাজ্যের বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। প্রধান শিক্ষকের পাশাপাশি নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়োগের ক্ষেত্রেও একই নিয়ম চায় রাজ্য।সাম্প্রতিক সময়ে একের পর এক শিক্ষক নিয়োগের বিতর্কে ওএমআর শিট সংরক্ষণ এর সময়সীমা নিয়ে প্রশ্ন ওঠার পরই এই নিয়ম তৈরি করতে চায় রাজ্য।
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার নিয়মে কিছুটা বদল দেখা গিয়েছিল। সেই সময়ে প্রথম বারের জন্য পরীক্ষা ব্যবস্থায় ওএমআর শিট ব্যবহার করা হয় । তখন থেকেই এই নিয়ম চালু রয়েছে যে, ওএমআর শিট সংরক্ষণ থাকবে এক বছর পর্যন্ত । শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ওএমআর শিট নিয়ে বিতর্ক তৈরি হতেই এবার সংরক্ষণের নিয়ম বদল করতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 29, 2025 2:15 PM IST