Tathagata Roy: 'ক্লাস এইটের স্তরে' নামতে চান না তথাগত রায়! ফের স্পষ্ট করে দিলেন নিশানা

Last Updated:

Tathagata Roy: এক ট্যুইটার ব্যবহারকারী দিলীপ ঘোষের নাম উল্লেখ করে প্রশ্ন করেছিলেন তথাগত রায়কে। তাতেই যা উত্তর দিয়েছেন তিনি, ফের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন দিলীপ ও তথাগত।

ফের কটাক্ষ তথাগত রায়ের
ফের কটাক্ষ তথাগত রায়ের
#কলকাতা: সম্প্রতি ট্যুইটারে ঘোষণা করেছিলেন, 'আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি'। তথাগত রায়ের (Tathagata Roy) সেই ট্যুইটের পর অনেকেরই ধারণা হয়েছিল, এবার হয়ত দলের নেতাদের আক্রমণ থেকে পিছু হটবেন তিনি। কিন্তু না, ফের স্বভূমিকায় অবতীর্ণ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তবে, তিনি নিজে কিছু লেখেননি। বরং এক ট্যুইটার ব্যবহারকারী দিলীপ ঘোষের নাম উল্লেখ করে প্রশ্ন করেছিলেন তথাগতকে। তাতেই যা উত্তর দিয়েছেন তিনি, ফের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন দিলীপ ও তথাগত।
advertisement
সুরজিৎ দাস নামে ওই ট্যুইটার ব্যবহারকারী তথাগত রায়কে প্রশ্ন করেন, ''দিলীপ ঘোষ বলেছেন 'উনি (তথাগত রায়) দলে থাকতেই বা দলের কি লাভ হয়েছে ' এই বিষয়ে আপনি কিছু বলবেন না? এর জবাবেই ওই ট্যুইটে তথাগত লেখেন, ''ক্লাস এইটের স্তরে তো নামতে পারব না ভাই!'' অর্থাৎ, এটাই স্পষ্ট, দিলীপ ঘোষকেই ফের নিশানা করলেন তথাগত রায়।
advertisement
advertisement
সাম্প্রতিক কালে দিলীপ ঘোষ সহ (Dilip Ghosh) রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন তথাগত রায়। তাঁর এক-একটি ট্যুইট রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে দলের অন্দরে। পাল্টা তাঁকে দিলীপ ঘোষরা আক্রমণ শানালেও তাতে বিশেষ পিছপা হননি মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। তথাগত রায় এবং দিলীপ ঘোষ - দলের দুই অভিজ্ঞ নেতা যেভাবে পরস্পরকে কদর্য আক্রমণ করে চলছিলেন, তা বঙ্গ বিজেপি-র কাছে ক্রমেই অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছিল৷
advertisement
দিন কয়েক আগে তথাগত লেখেন, ''বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত।আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে।বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।'' যদিও তথাগতর এই ধারাবাহিক আক্রমণের নেপথ্যে দলেরই একাংশের অনুমোদন রয়েছে কিনা, তা নিয়ে জল্পনা এখনও অব্যাহত গেরুয়া শিবিরে।
advertisement
এরই মধ্যে ফের ট্যুইট করে তথাগত রায় লেখেন, ''কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!'' (বানান অপরিবর্তীত)।
advertisement
তথাগত রায়ের সেই ট্যুইটের পর রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, হয়ত কিছুদিন চুপচাপই থাকবেন তথাগত। কিন্তু ফের একটি ট্যুইটকে কেন্দ্র করে দিলীপ ঘোষকেই নিশানা করলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tathagata Roy: 'ক্লাস এইটের স্তরে' নামতে চান না তথাগত রায়! ফের স্পষ্ট করে দিলেন নিশানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement