Dilip Ghosh: ডেমো'ই এমন! 'খেলা শুরু' হলে কী হবে? আশঙ্কায় দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh: তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) পশ্চিমবঙ্গের শাসক দলকেই কাঠগড়ায় তুললেন।

#কলকাতা: ত্রিপুরায় গ্রেফতার হয়েছেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ। যদিও সেই কারণ ছাড়াও সোমবার ত্রিপুরায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে ঘৃতাহুতি পড়েছে সায়নীর গ্রেফাতারিতে। তবু, আগরতলায় তৃণমূলের প্রচার নিয়ে রাজনৈতিক জটিলতার মধ্যেই সোমবার সকালের ত্রিপুরার বিমান ধরলেন অভিষেক। ত্রিপুরার পুলিশ অবশ্য প্রথমে অভিষেকের মিছিল বাতিল করলেও এদিন তাঁরা জানিয়েছে, ছোট পথসভা করতে পারেন তৃণমূল নেতা। এই পরিস্থিতিতে তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন।
সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে ত্রিপুরা পুলিশকেই সমর্থন করেছেন দিলীপ। তাঁর কথায়, ''ঠিক করেছে, মুখ্যমন্ত্রীর সভায় বলছে খেলা হবে! এত হিম্মত কী করে হয়। ওরা ভেবেছিল, ওটা ডায়মন্ডহারবারের পুলিশ। ওর নামে কেস হওয়া উচিত। আমার উপর এত আক্রমণ হয়েছে, চুনোপুঁটি নেতাদের ঢিল মারলে কষ্ট পাচ্ছেন কেন?'' কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ''যা ডেমো দিচ্ছে ত্রিপুরায়, খেলা শুরু হলে কী হবে জানি না।''
advertisement
অভিষেকের মিছিলের অনুমতি না দেওয়ার প্রসঙ্গেও দিলীপের সংযোজন, ''মিছিলের অনুমতি এখানেও তো দেয় না আমাদের। খেলা হয়, তবে মিছিলের অনুমতি দেয় না।'' সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ''জামিনের জন্যও সুপ্রিম কোর্টে যেতে হতে পারে। সবে শুরু হয়েছে। ওদের সাংসদরা সব জায়গায় যান, অনেকেই এখন টিকিট ক্যানসেলও করছে। গোয়াতেও এই ট্রিটমেন্ট না হয়, সেটা ভেবে যান।''
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''উনি কোথায় কোথায় যাবে ঠিক করুন। গোয়া, ত্রিপুরা বাংলা হবে, মানুষ সেই সুযোগ দেবে না।''
advertisement
জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনাতেও দিলীপ ঘোষ টেনে এনেছেন ত্রিপুরা প্রসঙ্গ। তাঁর কথায়, ''ত্রিপুরায় বলে এসেছেন, একটা মারলে পাঁচটা মারবে। এবার লাশ তো পড়বেই। সব দুষ্কৃতীরা তৃণমূলে আছে। ত্রিপুরায় এত লোক যাচ্ছে, কেউ তো বলে না এমন। কত বড় আহাম্মক, তারা আবার ফেসবুক লাইভ করছে।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ডেমো'ই এমন! 'খেলা শুরু' হলে কী হবে? আশঙ্কায় দিলীপ ঘোষ
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement