'আপনার ছেলে ভাল আছে...', ফোন কেড়ে কেন বলেছিল সৌরভ? কী 'লুকোনোর' চেষ্টা? উত্তর খুঁজতে মরিয়া পুলিশ
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Swapnadip Kundu JU Death: যাদবপুর কাণ্ডে গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরীর জেরায় একের পর এক অসঙ্গতি ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ উঠে আসছে। আর তাতেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেয়
কলকাতা : চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যু তদন্তে। যাদবপুর কাণ্ডে গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরীর জেরায় একের পর এক অসঙ্গতি ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ উঠে আসছে। আর তাতেই ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য।
পুলিশ সূত্রে খবর, স্বপ্নদ্বীপকে তাঁর মায়ের সঙ্গে কথা শেষ করতেই দেয়নি ‘প্রাক্তনী দাদা’ সৌরভ! আর তাঁরই মুহুর্মুহু বয়ান বদল ঘিরে বাড়ছে রহস্য।
advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যু কাণ্ডে গ্রেফতার সৌরভের পুলিশি জেরায় উঠে আসছে একাধিক অসঙ্গতি। জেরা পর্বে সৌরভ বার বার বয়ান বদল করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিযোগ পুলিশের।
advertisement
পুলিশি তদন্তে জানা যাচ্ছে, “স্বপ্নদীপের কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল সৌরভ, অন্যের ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে কথা বলতে চাইছিল স্বপ্নদীপ। মায়ের সঙ্গে কথা বলার সময়ই আচমকা ফোন কেড়ে নিয়ে সৌরভ স্বপ্নদীপের মাকে বলেছিল, ‘আপনার ছেলে ভাল আছে।’ প্রশ্ন উঠছে সত্যিই কি ভাল ছিলেন স্বপ্নদীপ? নাকি ‘বড়’ সত্যি আড়াল করতেই কেড়ে নেওয়া হয়েছিল ফোন? উত্তর খুঁজছে পুলিশ।
advertisement
পাশাপাশি, ওইদিন স্বপ্নদীপের কোনও ভিডিও তৈরি হয়েছিল কি না, আবাসিকদের মোবাইল খতিয়ে দেখা হচ্ছে। সৌরভের মতো ২০ জন প্রাক্তনী আবাসিক হিসেবে থাকেন ওই হস্টেলে। তাদের যোগ পাওয়া গেলে ডাকা হতে পারে আরও অনেককেই। এমনটাই ইঙ্গিত পুলিশ সূত্রে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 12, 2023 10:18 PM IST